Advertisement
২৩ মে ২০২৪
National

পদ্মে রং দিলেন নীতীশ, জল্পনা তুঙ্গে

রাজনীতিকরা কখন কার সঙ্গে গাঁটছড়া বাঁধেন, কোন দিকে ঢলে পড়েন, দেবা ন জানন্তি! বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মনে ‘পদ্ম ফুটেছে’ কি না, তাই-বা কে বলতে পারেন? তবে সেই ‘ফুল (পড়ুন, পদ্ম) ফুটুক না ফুটুক’, বিহারে কি ‘বসন্ত’ (পড়ুন, সুদিন) আসছে বিজেপি’র? বছর তিনেক আগে ছেড়ে যাওয়া এনডিএ-তে কি ফিরতে চলেছেন সংযুক্ত জনতা দলের (জেডি-ইউ) নেতা নীতীশ কুমার? অন্তত তেমন কিছু ভাবছেন কি বিহারের মুখ্যমন্ত্রী?

পদ্মের পাঁপড়িতে রং দিচ্ছেন নীতীশ কুমার।

পদ্মের পাঁপড়িতে রং দিচ্ছেন নীতীশ কুমার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:০২
Share: Save:

রাজনীতিকরা কখন কার সঙ্গে গাঁটছড়া বাঁধেন, কোন দিকে ঢলে পড়েন, দেবা ন জানন্তি!

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মনে ‘পদ্ম ফুটেছে’ কি না, তাই-বা কে বলতে পারেন?

তবে সেই ‘ফুল (পড়ুন, পদ্ম) ফুটুক না ফুটুক’, বিহারে কি ‘বসন্ত’ (পড়ুন, সুদিন) আসছে বিজেপি’র? বছর তিনেক আগে ছেড়ে যাওয়া এনডিএ-তে কি ফিরতে চলেছেন সংযুক্ত জনতা দলের (জেডি-ইউ) নেতা নীতীশ কুমার? অন্তত তেমন কিছু ভাবছেন কি বিহারের মুখ্যমন্ত্রী?

বিহারে শেষ পর্যন্ত ‘পদ্ম’ (বিজেপি’র নির্বাচনী প্রতীক) ফুটুক না ফুটুক, এক বিশিষ্ট শিল্পীর আঁকা পদ্ম ফুলে রং দিতে কিন্তু উৎসাহে ভাঁটা পড়েনি নীতীশ কুমারের। সেই ‘পদ্মে’র শিল্পীও ‘পদ্মশ্রী’।

পটনায় বইমেলায় মিথিলার শিল্পী বাওয়া দেবীর আঁকা পদ্মে বেশ সযত্নে, অনেক ক্ষণ ধরে তুলির আঁচড়ে রং লেপেছেন বিহারের মুখ্যমন্ত্রী। মিথিলার শিল্প ঘরানার বিশিষ্ট শিল্পী বাওয়া দেবীকে এ বছরই দেওয়া হয়েছে ‘পদ্মশ্রী’ সম্মান।

সমালোচকেরা বলেন, বিজেপি তো বটেই, ২০১৪-য় ক্ষমতাসীন হওয়ার আগে থেকেই বুকপকেটে ‘পদ্ম’ ব্যাজ পরে জাতীয় ফুলকে সামনে রেখে নিজেকে ‘জাতীয় চরিত্র’ করে তোলার চেষ্টায় খামতি ছিল না গুজরাতের তদানীন্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর সেই সময় থেকেই এনডিএ’র সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছিল নীতীশ কুমারের। গোধরা-কাণ্ডে ‘কলঙ্কিত’ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়, এই যুক্তিতে শেষমেশ এনডিএ ছেড়ে বেরিয়ে যায় নীতীশ কুমারের দল জেডি-ইউ।

কিন্তু তাঁর এক সময়ের ‘অপছন্দের’ মানুষ নরেন্দ্র মোদীর ‘পছন্দের’ পদ্মেই যে আবার তাঁর মন টেনেছে, জানা গেল পটনার বইমেলায়।

যে রঙে রঙে ‘পদ্মশ্রী’ শিল্পীর আঁকা ‘পদ্মে’র পাঁপড়িগুলিকে ভরিয়ে দিয়েছেন নীতীশ কুমার, তাতে সেই রং তাঁর কুর্তা, পাজামায় খুব শিগগিরই লাগতে চলেছে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে বিহারের রাজনৈতিক মহলে। সাংবাদিকদের প্রশ্নে প্রশ্নে জেরবার নীতীশ অবশ্য তাঁর নিজের মুখের রং বদলালনি, একটুও!

আরও পড়ুন- ক্ষমতার খেলায় বাজিমাৎ করে শশিকলাই মুখ্যমন্ত্রী

তবে গত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মোটেই মুখ খুলছেন না বিহারের মুখ্যমন্ত্রী। অন্তত, প্রকাশ্যে। বরং মোদীর পাশে এসে দাঁড়াচ্ছেন বিভিন্ন ইস্যুতে। একটু একটু করে যেন কাছাকাছি চলে আসছেন! নোট-বাতিল ইস্যুতে মোদীর বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস। তোপ দেগেছেন লালুপ্রসাদ যাদব। নীতীশ কিন্তু ‘নীতিনিষ্ঠ’ থেকেছেন প্রধানমন্ত্রীর প্রতিই! বিহারে নীতীশের মদ-বাতিল অভিযানে পিঠ চাপড়াতে দ্বিধা করেননি প্রধানমন্ত্রী মোদীও!

তা হলে, কি আবার পদ্মের ‘জোরালো টান’ অনুভব করতে শুরু করেছেন বিহারের মুখ্যমন্ত্রী?

‘যখন যেমন, তখন তেমন’, এটাই যে রাজনীতির সেরা নীতি, বিচক্ষণ রাজনীতিক নীতীশ কুমার তা বুঝতে দেরি করবেনই-বা কেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nitish Kumar Janata Dal (S) BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE