দেশ জুড়ে বুধবার অসামরিক মহড়া হবে। পহেলগাঁও কাণ্ডকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে টানাপড়েনের আবহে সমস্ত ২৭টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই অসামরিক মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তার আগেই মঙ্গলবার সকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পহেলগাঁও আবহে গত কয়েক দিন ধরেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও ঘটনার পরেই প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, হামলাকারী এবং এই হামলার নেপথ্য ষড়যন্ত্রকারীদের সমুচিত দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রীর কণ্ঠেও একই সুর শোনা গিয়েছে বার বার। কূটনেতিক এবং বাণিজ্যিক স্তরে ইসলামাবাদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে নয়াদিল্লি। এ বার কি তা হলে সামরিক পদক্ষেপও করার চিন্তাভাবনা শুরু হয়েছে?
বার বার উচ্চস্তরীয় বৈঠকের জেরে এই জল্পনাই ঘুরে বেড়াচ্ছে দেশ জুড়ে। আরব সাগরেও নৌবাহিনীর সামরিক মহড়া চলছে। তার মধ্যে সোমবারই বিবৃতি দিয়ে কেন্দ্র দেশের সব রাজ্যকে জানিয়ে দিয়েছে যে, বুধবার অসামরিক মহড়া হবে। ফলে এই ঘটনা দেশ জুড়ে যুদ্ধের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। গত সপ্তাহেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল চৌহানের সঙ্গে বৈঠকের পর তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে বলে ঘোষণা করা হয়। তার পর থেকে দফায় দফায় বৈঠক হয়েছে। মঙ্গলবারও আরও এক দফা বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী।