বিশ্ব উষ্ণায়ন নিয়ে অনেক আলোচনা হলেও সেই মাপকাঠিতে ভারতের কী অবস্থা, তা নিয়ে এত দিন সুনির্দিষ্ট কোনও তথ্য ছিল না। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের ভূ-বিজ্ঞান মন্ত্রকের জলবায়ু সংক্রান্ত প্রথম রিপোর্টে (অ্যাসেসমেন্ট অব ক্লাইমেট চেঞ্জ ওভার দ্য ইন্ডিয়ান রিজিয়ন) সে সংক্রান্ত তথ্য এবং সেই সঙ্গে ভবিষ্যতের আভাসও পাওয়া গিয়েছে।
ওই রিপোর্ট অনুযায়ী, ১৯০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশের উষ্ণতা বৃদ্ধির হার ছিল গড়ে ০.৭ ডিগ্রি সেলসিয়াস। রিপোর্ট আরও বলছে, আজ থেকে ৮০ বছর পরে দেশের তাপমাত্রা বৃদ্ধির হার বেড়ে দাঁড়াতে পারে গড়ে ৪.৭ ডিগ্রি সেলসিয়াসে। উষ্ণ দিন ও রাতের সংখ্যা যথাক্রমে ৫৫ ও ৭০ শতাংশ হারে বাড়তে পারে বলে জানাচ্ছে রিপোর্ট। পাল্লা দিয়ে বাড়বে তাপপ্রবাহের সংখ্যাও। যা নিয়ে স্বাভাবিক ভাবেই আলোচনা শুরু হয়েছে আবহবিদ মহলে।
সংশ্লিষ্ট রিপোর্টের অন্যতম সম্পাদক তথা ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিয়োরোলজি’-র সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ রিসার্চের প্রধান বিজ্ঞানী আর কৃষ্ণন বলছেন, ‘‘অনলাইনে রিপোর্টটি এ দিন বেরিয়েছে জানি। কিন্তু আগামী শুক্রবার রিপোর্টটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হওয়ার কথা। তার পরেই এ বিষয়ে বিশদে বলব।’’