বিতর্কিত মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টে বিজেপির নিলম্বিত জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ভর্ৎসিত হওয়ার পর মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাল বিরোধীরা। তাদের দাবি, নূপুরের পাশাপাশি ক্ষমা চাক বিজেপিও। লজ্জায় শাসকদলের মাথা নত হওয়া উচিত। এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন বিরোধী নেতারা।
মোদী সরকারকে লক্ষ্য করে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী বলেছেন, ‘‘দেশে এই বাতাবরণ তৈরি করেছে শাসকদল। কোনও ব্যক্তিবিশেষ (নূপুর) ওই মন্তব্য করেননি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি, আরএসএসের সম্মিলিত প্রয়াসে আজ ক্রোধ এবং ঘৃণার পরিবেশ দেশে। এটা ভারতবাসীর স্বার্থের বিরুদ্ধে।’’ সনিয়া-পুত্র আরও বলেছেন, ‘‘মানুষের মধ্যে সেতুবন্ধন করে কংগ্রেস। আমরা সকলকে একসূত্রে বেঁধে রাখি। কিন্তু বিজেপি, আরএসএস যা করছে, তা আমাদের মতাদর্শের বিরুদ্ধে। ক্রোধ ও ঘৃণার সাহায্যে সমস্যার সমাধান হয় না।’’ নূপুর প্রসঙ্গে সুপ্রিম কোর্টের মন্তব্য নিয়ে কংগ্রেসের জয়রাম রমেশ বলেছেন, ‘‘আদালত একেবারে ঠিক বলেছে যে, বিজেপির মুখপাত্রই একা দায়ী। সুপ্রিম কোর্টের এই মন্তব্য সারা দেশে অনুরণিত হয়েছে। শাসকদলের মাথা লজ্জায় নত হওয়া উচিত।’’