হাসপাতালের ওয়ার্ডে বসে মদ্যপান করছিলেন রোগী। তাঁকে সঙ্গ দিয়েছিলেন এক আত্মীয়। দু’জনকেই হাতেনাতে ধরে ফেলেন কর্তব্যরতম এক নার্স। দু’জনকে ‘উচিত শিক্ষা’ও দিলেন তিনি। নার্সের কাজে খুশি হয়ে তাঁকে পুরস্কৃত করা হল প্রশাসনের তরফে। ঘটনাটি মধ্যপ্রদেশের অশোকনগরের।
স্থানীয় সূত্রে খবর, অশোকনগর জেলা হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি ছিলেন রোগী দেবেন্দ্র যাদব। অভিযোগ, আত্মীয়ের সঙ্গে মদ্যপান করছিলেন তিনি। গোপনেই মদ্যপান চলছিল। সেই সময় নার্স গায়ত্রী চৌধরি ওয়ার্ডে আসেন। তাঁকে দেখেই থতমত খেয়ে যান রোগী দেবেন্দ্র এবং তাঁর আত্মীয়। নার্স তৎক্ষণাৎ দু’জনকেই তিরস্কার করেন। তিনি বলেন, ‘‘আমরা রোগীদের সর্ব ক্ষণ সেবা করে চলেছি, তাঁদের সুস্থ করে তোলার চেষ্টা করছি। দিন-রাত এক করে কাজ করে চলেছি। এই হাসপাতাল আমাদের কাছে মন্দিরের সমান। আর সেই মন্দিরকে অপবিত্র করতে আপনাদের লজ্জা করে না?’’
নার্সের এই প্রতিবাদের ঘটনার কথা জেলা প্রশাসনের কাছে পৌঁছোয়। স্থানীয় সূত্রে খবর, জেলাশাসক আদিত্য সিংহ নার্স গায়ত্রীকে ডেকে পাঠান। তাঁর প্রশংসা করেন। শুধু তা-ই নয়, গায়ত্রীর কাজের জন্য তাঁকে পুরস্কৃতও করেন। জেলাশাসকের দফতর থেকে বলা হয়, ‘‘গত ২৯ অক্টোবর রাত ১১টায় জেলা হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে এক রোগী এবং তাঁর আত্মীয় মদ্যপান করছিলেন। তিনি দু’জনকেই বোঝান যে, হাসপাতাল চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের কাছে মন্দিরের সমান। তাই এই জায়গায় এই ধরনের কাজ করা থেকে বিরত থাকা উচিত।’’ নার্সের এই ধরনের কাজে জেলাপ্রশাসন সন্তুষ্ট। তাই তাঁকে সম্মানিত করা হয়েছে।