বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত বৃদ্ধ এবং বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে পিএমআর মেডিক্যাল হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে বাড়ির উঠোনে বৃদ্ধ-বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়েরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮১ বছরের হরগোবিন্দ সাউ এবং ৭২ বছরের শান্তি সাউয়ের দেহ উদ্ধার করে। দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। দু’জনের শরীরে আঘাতের চিহ্ন। কপাল ও মুখে ক্ষতচিহ্ন। খোঁজখবর করে মৃত দম্পতির পুত্র হিমাংশু সাউকে গ্রেফতার করা হয়। জানা যায়, মঙ্গলবার রাতে পারিবারিক কোন্দলের সময় বাবা-মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেন ৫৫ বছরের ওই অটোচালক।
প্রতিবেশীরা জানিয়েছেন, বৃদ্ধ দম্পতি একটি বাড়িতে থাকতেন। সেখান থেকে কিছুটা দূরে অন্য একটি বাড়িতে স্ত্রী, সন্তানদের নিয়ে থাকেন হিমাংশু। তবে মাঝেমধ্যেই তিনি বাবা-মায়ের কাছে যেতেন এবং সে দিন অবধারিতত ভাবে ঝগড়াঝাটি হত। অভিযোগ, প্রায়শই মত্ত অবস্থায় বৃদ্ধ বাবা-মাকে হেনস্থা করতেন অটোচালক। মঙ্গলবার রাতেও এমন কিছু হয়েছিল বলে অনুমান প্রতিবেশীদের।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, খুনের কথা স্বীকার করে নিয়েছেন ধৃত। তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, সম্পত্তি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে অশান্তি ছিল ছেলের। এ-ও জানা গিয়েছে, বাবা-মাকে খুনের পর তাঁদের রক্তাক্ত দেহের পাশেই রাতে ঘুমিয়েছিলেন। সকালে উঠে নিজের বাড়ি চলে গিয়েছিলেন। বিস্তারিত তদন্তের জন্য অভিযুক্তকে হেফাজতে নিতে চান তদন্তকারীরা। এ জন্য ধৃতকে আদালতে হাজির করানো হচ্ছে।