সংবাদমাধ্যম কাশ্মীর টাইমসের জম্মুর দফতরে তল্লাশি চালিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের রাজ্য তদন্তকারী সংস্থা (এসআইএ)। পুলিশের একটি সূত্র বলছে, ‘দেশবিরোধী’ কাজকর্মে মদত দেওয়ার অভিযোগ রয়েছে সংবাদমাধ্যমের বিরুদ্ধে। দফতরে তল্লাশি চালিয়ে একে-৪৭-এর কার্তুজ, পিস্তল রাউন্ডস, তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সংবাদমাধ্যম জানিয়েছে, এ ভাবে তাদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন বলেও জানিয়েছে।
ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। তাতে কাশ্মীর টাইমসের বিরুদ্ধে হিংসা ছড়ানো, বিচ্ছিন্নতাবাদকে মহিমান্বিত করা, ভারত এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বভৌমত্ব, অখণ্ডতায় আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। এফআইআরে নাম রয়েছে কাশ্মীর টাইমসের কার্যনির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিনের। একটি সূত্র বলছে, ওই সংবাদমাধ্যমের নথিপত্র খতিয়ে দেখছেন এসআইএ আধিকারিকেরা। ‘সার্বভৌমত্বে আঘাত হানতে’ কী করেছে সংস্থা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
জম্মু ও কাশ্মীরের অন্যতম পুরনো সংবাদপত্র হল কাশ্মীর টাইমস। ১৯৫৪ সালে সাপ্তাহিক পত্রিকা হিসাবে এটি চালু করেছিলেন বেদ ভাসিন। ১৯৬৪ সালে দৈনিক হিসাবে পথ চলা শুরু করে কাশ্মীর টাইমস। তল্লাশির প্রসঙ্গে তারা জানিয়েছে, সরকারের সমালোচনা করা মানেই দেশের বিরোধিতা করা নয়।