Advertisement
E-Paper

বিশেষ ক্ষেত্রে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে পুরনো নোট

কয়েকটি বিশেয ক্ষেত্রে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহারে ছাড় দেবে কেন্দ্র। ঘোষণা আগামী ২৪ তারিখ পর্যন্ত ওই নোট ব্যবহার করা যাবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ১২:০২
প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে উচ্চপর্যায়ের বৈঠক। ছবি: টুইটারের সৌজন্যে

প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে উচ্চপর্যায়ের বৈঠক। ছবি: টুইটারের সৌজন্যে

কয়েকটি বিশেয ক্ষেত্রে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহারে ছাড় দেবে কেন্দ্র। ঘোষণা আগামী ২৪ তারিখ পর্যন্ত ওই নোট ব্যবহার করা যাবে।

রবিবার গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রক্রিয়া ও সাধারণ মানুষের উপর তার প্রভাব খতিয়ে দেখতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু এবং বিদ্যুৎ-কয়লা মন্ত্রী পীযূষ গোয়েল। এ ছাড়াও ছিলেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস-সহ অর্থ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, হাসপাতাল, পেট্রোল পাম্প এবং টোল বুথগুলিতে পুরনো নোট নেওয়া হবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত।

অন্য দিকে, পুরনো নোট বাতিল করার পর দেশ জুড়ে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। হাতে খুচরো টাকা না থাকায় সমস্যায় পড়তে হয়েছে বহু মানুষকে। এ বার ব্যাঙ্ক আর এটিএম থেকে প্রতিদিন টাকা বদলের ঊর্ধ্বসীমা সোমবার থেকে ৫০০ টাকা বাড়ল।

নতুন ৫০০ টাকার নোট বাজারে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকারে তরফে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।

১। ব্যাঙ্ক থেকে প্রতি দিন বদল করা যাবে সর্বাধিক সাড়ে ৪ হাজার টাকা। আর এটিএম থেকে বদল করা যাবে সর্বাধিক আড়াই হাজার টাকা। ব্যাঙ্ক থেকে সপ্তাহে সর্বাধিক ২৪ হাজার টাকা তোলা যাবে।

২।নতুন ৫০০ টাকার নোট বাজারে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণা করা হয়।

৩। ব্যাঙ্কিং করেসপন্ডেন্টদের কাছে টাকা রাখার পরিমাণ বাড়িয়ে অন্তত ৫০ হাজার টাকা করার পরামর্শ ব্যাঙ্কগুলিকে দেওয়া হবে।

৪। এটিএম থেকে ৫০০ এবং ২ হাজার টাকার নতুন নোট ছাড়ার প্রক্রিয়া ত্বরাণ্বিত করার পরিকল্পনা করতে গঠিত হবে টাস্ক ফোর্স।

৫। ১৪ নভেম্বর মাঝরাত থেকে ২৪ নভেম্বর মাঝরাত পর্যন্ত ওই সব ক্ষেত্রে পুরনো নেটে লেনদেন চলবে।

৬। প্রতিবন্ধী ও বয়স্ক নাগরিকদের জন্য ব্যাঙ্কে আলাদা লাইন করা হবে।

৭। নোটের বদলাতে আসা নাগরিকদের জন্যও হবে পৃথক লাইন।

যদিও সরকারি এই নির্দেশিকা না মানার অভিযোগ এসেছে অনেক জায়গা থেকেই। হাসপাতাল বা পেট্রোল পাম্পে পুরনো নোট না নেওয়ার অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: ক্ষোভের আঁচ সামাল দিতে কান্না মোদীর

OIld Note rs500 Rs1000 Narendra Modi Valid 24 November
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy