পাকিস্তানি গুপ্তচর সংস্থা (আইএসআই)-কে সাহায্য করার অভিযোগে গ্রেফতার হলেন রাজস্থানের জয়সলমেরের এক বাসিন্দা। ধৃতের নাম পাঠান খান। বৃহস্পতিবার রাজস্থানের গোয়েন্দাদলের হাতে গ্রেফতার হন তিনি। ধৃত ওই ব্যক্তির ২০১৩ সাল থেকে পাকিস্তানে যাতায়াত রয়েছে বলে অভিযোগ। জয়সলমের সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকার গোপন এবং সংবেদনশীল তথ্য তিনি পাকিস্তানিদের হাতে তুলে দিতেন বলে অভিযোগ। সরকারি গোপনীয়তা আইন অনুসারে পাঠানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই অনুসারে, এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৩ সালে পাঠান পাকিস্তানে যাওয়ার পরে সে দেশের গুপ্তচর সংস্থার কিছু আধিকারিকদের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। ওই সময়ে পাকিস্তানি চরেদের সাহায্য করার জন্য আর্থিক প্রলোভন দেওয়া হয় পাঠানকে। সেখানেই চরবৃত্তির প্রশিক্ষণ পান পাঠান। গোয়েন্দা সূত্রে খবর, এর পরেও বেশ কয়েক বার পাকিস্তানে গিয়ে আইএসআই আধিকারিকদের সঙ্গে দেখা করেছিলেন ওই ব্যক্তি। তদন্তকারীদের অভিযোগ, জয়সলমেরে আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি এলাকার গোপন তথ্য তিনি পাকিস্তানিদের কাছে তুলে দিতেন।
রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখার ইনস্পেক্টর জেনারেল বিষ্ণু কান্ত জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন গতিবিধির দিকে নজর রাখছিলেন গোয়েন্দারা। সেই সময়েই পাঠানের গতিবিধি দেখে সন্দেহ হয় তাঁদের। তদন্তে গোয়েন্দারা জানতে পারেন, কখনও নগদ, কখনও সোনার আংটি বা অন্য কোনও উপহার পেতেন তিনি।
আরও পড়ুন:
গ্রেফতারির পর থেকে জয়পুরে এক যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্রে পাঠানকে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরাও। তাঁর মোবাইলের তথ্যও বিশ্লেষণ করে দেখা হচ্ছে। কোনও সংবেদনশীল এবং গোপন তথ্য পাকিস্তানকে পাচার করার অভিযোগের দিকে ইঙ্গিত করে এমন কোনও তথ্য ওই মোবাইলে রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।