Advertisement
E-Paper

পাম্পোরে খতম আরও এক জঙ্গি, জারি তল্লাশি অভিযান

প্রায় ৫০ ঘণ্টা গুলির লড়াইয়ের পর বুধবার পাম্পোরের ইডিআই ভবনে আরও এক জঙ্গিকে খতম করেছে সেনা। মঙ্গলবারই এক জঙ্গিকে নিকেশ করেছিল সেনারা। সেনা সূত্রে খবর, এই নিয়ে এখনও পর্যন্ত মোট দুই জঙ্গির মৃত্যু হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৬ ১১:৫২
এই সেই বিল্ডিং। ছবি: পিটিআই।

এই সেই বিল্ডিং। ছবি: পিটিআই।

প্রায় ৫০ ঘণ্টা গুলির লড়াইয়ের পর বুধবার পাম্পোরের ইডিআই ভবনে আরও এক জঙ্গিকে খতম করেছে সেনা। মঙ্গলবারই এক জঙ্গিকে নিকেশ করেছিল সেনারা। সেনা সূত্রে খবর, এই নিয়ে এখনও পর্যন্ত মোট দুই জঙ্গি নিহত হয়েছে।

শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার দূরে এই সাত তলা ভবনে মঙ্গলবারই সেনা ঢুকে পড়ে। চলে প্রবল গুলির লড়াই। ওই দিনই এক জঙ্গিকে খতম করে তারা। আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। নজর রাখার জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন। হেলিকপ্টার থেকেও নজরদারি চালানো হচ্ছে। ভবনটিকে দখল নেওয়ার জন্য সেনারা ৫০টি রকেট, প্রচুর গ্রেনেড ব্যবহার করেছে। মুহূর্মুহূ গুলি আর গ্রেনেডের আওয়াজে কেঁপে উঠছে এলাকা।

সোমবার সন্ধ্যায় যখন জঙ্গিরা ইডিআই ভবন দখল নেয়, সেই সময় গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হন। পরিস্থিতির মোকাবিলায় স্পেশাল ফোর্স নিয়ে আসা হয়। তার পর থেকেই শুরু হয়েছে জোর গুলির লড়াই। জঙ্গিরা ভবনের ভিতর থেকে সেনাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। রাতে যাতে জঙ্গিরা অন্ধকারে পালিয়ে যেতে না পারে সার্চলাইট ফেলে অপারেশন চালানো হয়।

কেন এত সময় লাগল ভবনটি দখল করতে?

রাতভর অভিযানে সেনারা।

সেনার তরফে জানানো হয়, ওই ভবনের আকৃতিটা অনেকটা বাঙ্কারের মত। ফলে সেই সুযোগটাই নিয়েছে জঙ্গিরা। বার বার গুলি, গ্রেনেড এমনকী রকেট লঞ্চার দিয়ে হামলা চালানো হলেও জঙ্গিদের বাগে আনা যায়নি। ভবনটিতে আগুন লাগার পরেও বেরিয়ে আসেনি জঙ্গিরা। সেনাদের অনুমান, জঙ্গিরা বেশ আটঘাঁট বেঁধেই এসেছিল। প্রচুর অস্ত্রশস্ত্র মজুত করেছিল ওই ভবনে।

শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার দূরে এই ইডিআই ভবনটিতে ভোকেশনাল ট্রেনিং দেওয়া হত কাশ্মীরি ছাত্রদের। গত জুলাইয়ে হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কাশ্মীরে অস্থিরতার পরিবেশ তৈরি হয়। সে কারণেই গত তিন মাস ধরে ওই ভবনে ক্লাস বন্ধ রয়েছে। গত ফেব্রুয়ারিতেও এই ভবনটিকেই টার্গেট করেছিল জঙ্গিরা। সে বার গুলির লড়াইয়ে পাঁচ সেনা নিহত হয়। তিন জঙ্গিকে খতম করে সেনারা।

স্থানীয় এক সূত্রের খবর, ঝিলাম নদী দিয়ে নৌকা করে কাশ্মীরে ঢুকেছিল জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, সেনাদের দৃষ্টি আকর্ষণের জন্য ইডিআই বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা। সেনারা সেখানে পৌঁছলে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

আরও খবর...

সমাজের রাবণ বধের ডাক মোদীর

Pampore Attack EDI Building
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy