Advertisement
০২ মে ২০২৪
Shimla

ভারী বর্ষণে শতাধিক বাড়িতে ফাটল, বৃষ্টিতে বিপর্যস্ত শিমলার রামপুর এলাকা

ভারী বৃষ্টির কারণে শিমলার রামপুর এলাকায় একশোটিরও বেশি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। বুধবার আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর।

photo of Shimla

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শিমলা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১৯:২০
Share: Save:

টানা বর্ষণের জেরে শতাধিক বাড়িতে ফাটল ধরল হিমাচলপ্রদেশের শিমলায়। রামপুর এলাকায় একশোটিরও বেশি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। সোমবার সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে।

টানা বর্ষণের জেরে শতাধিক বাড়িতে ফাটল ধরল হিমাচলপ্রদেশের শিমলায়। রামপুর এলাকায় একশোটিরও বেশি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। সোমবার সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে।

এই প্রসঙ্গে রামপুরের তহসিলদার জয় চাঁদ বলেন, ‘‘প্রবল বর্ষণের কারণে রামপুর মহকুমা এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে। একশোটিরও বেশি বাড়িতে ফাটল তৈরি হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।’’ চলতি বছরে বর্ষায় বিপর্যস্ত হয়েছে হিমাচলের বিভিন্ন এলাকা। গত শুক্রবার শিমলার রামপুরে ভারী বৃষ্টি হয়। এর জেরে এলাকায় ধস নামে। শিমলা-কিন্নর রুটে ৫ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বিভিন্ন এলাকা দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন ছিল। সংবাদ সংস্থা পিটিআইকে রামপুরের স্থানীয় বিধায়ক নন্দলাল বলেছেন, ‘‘গত তিন সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পুরোদমে উদ্ধারকাজ চলছে। বিপজ্জনক বাড়িতে যাঁরা রয়েছেন, তাঁদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে।’’

বর্ষার মরসুমে দুর্যোগে হিমাচলে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এখনও ৩৪ জন নিখোঁজ। বুধবার হিমাচলে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর। ৪ অগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

himachal pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE