Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Startup

Startup sector: আর্থিক মন্দার প্রভাব স্টার্টআপে, ছাঁটাই ১২ হাজার কর্মী, আরও কর্মহীন হওয়ার আশঙ্কা

বিশ্ব জুড়ে আর্থিক মন্দার প্রভাবে কর্মী ছাঁটাই করেছে বিভিন্ন সংস্থা। ভারতে ১২ হাজার স্টার্টআপ কর্মী চাকরিহারা। আমেরিকায় গিয়েছে ২২ হাজার।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৯:৩৯
Share: Save:

বিশ্ব জুড়ে আর্থিক মন্দার প্রভাবে ক্ষতিগ্রস্ত তথ্যপ্রযুক্তি শিল্প। চলতি বছরে এই বিভাগে কাজ হারিয়েছেন কয়েক হাজার কর্মী। এই বছর অর্থনৈতিক মন্দার কারণে ভারতে ১২ হাজারের বেশি স্টার্ট আপ কর্মী কর্মহারা হয়েছেন। শুধু ভারতই নয়, এর প্রভাব গোটা বিশ্বেই পড়েছে। তথ্যপ্রযুক্তি শিল্পে ভারতের প্রায় দ্বিগুণ সংখ্যক কর্মী কাজ হারিয়েছেন আমেরিকায়। সে দেশে ২২ হাজার তথ্যপ্রযুক্তি কর্মীর চাকরি চলে গিয়েছে।

লকডাউনের পর ধীরে ধীরে ছন্দে ফিরছে বিভিন্ন সেক্টর। তথ্যপ্রযুক্তি শিল্প বা স্টার্টআপের মতো সংস্থাগুলি ফের ঘুরে দাঁড়াচ্ছে। হাতে গোনা কয়েকটি সংস্থা এই মরসুমে লাভবান হলেও, বেশির ভাগ স্টার্ট আপে আর্থিক ঘাটতি দেখা গিয়েছে। ফলে কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে সংস্থাগুলি। আন্তর্জাতিক স্তরে নেটফ্লিক্স, আর্থিক পরিষেবা সংস্থা রবিনহুড এবং কয়েকটি ক্রিপ্টো প্ল্যাটফর্ম তাদের কর্মী সংখ্যা কমিয়ে দিয়েছে। আট শতাংশ কর্মী ছাঁটাই করেছে পোকেমন অনলাইন গেম প্রস্তুতকারক সংস্থা। এমনকি জানা গিয়েছে, এ বছর ইলন মাস্কের সংস্থা টেসলার কর্মী সংখ্যা ১০ শতাংশ কমেছে।

ভারতের ক্ষেত্রে বিষয়টি আরও চিন্তাজনক। এখানে ইতিমধ্যে কর্মহীন হয়েছেন বিভিন্ন স্টার্ট আপ সংস্থার ১২ হাজারের বেশি কর্মী। এ দেশে তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা মনে করছেন, আর্থিক মন্দা কাটিয়ে উঠতে না পারলে এ বছরেই ৫০ হাজারের বেশি কর্মী কাজহারা হবেন। কারণ, এখানে ওলা, বাইজু, বেদান্ত, আনঅ্যাকাডেমি, এমফাইন, এমপিএল-এর মতো অনেক সংস্থা কর্মীর সংখ্যা লাগাতার কমিয়ে চলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Startup Busisness Lockdown Economic Reform
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE