Advertisement
E-Paper

অক্সফোর্ড ডিকশনারিতেও ‘লিঙ্ক’ হল আধার!

বাহুবলী পারল না। অক্সফোর্ডে ডিকশনারিতে জায়গা করে নিল আধার

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ০৯:৫৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শুধু ব্যাঙ্ক বা মোবাইল নয়, এ বার অক্সফোর্ড ডিকশনারির সঙ্গেও ‘লিঙ্ক’ হয়ে গেল আধার। শুধু তাই নয়, অক্সফোর্ডের বিচারে ‘আধার’ শব্দটি হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার ২০১৭ হয়েছে। যার সুবাদেই এ বার থেকে অক্সফোর্ডের ডিকশনারিতে দেখা মিলবে আধারের। গত শনিবার জয়পুর সাহিত্য উৎসবে এই ঘোষণা করা হয়।

জনপ্রিয়তা এবং সাধারণ মানুষের মনে ছাপ ফেলার নিরিখে প্রতি বছরই কোনও না কোনও নতুন শব্দকে বেছে নেয় অক্সফোর্ড ডিকশনারি। এমন কোনও শব্দ যা সবচেয়ে বেশি চর্চিত, তাকেই ওয়ার্ড অফ দ্য ইয়ার করা হয়। ২০১৭ সালে যে ক’টি শব্দ নিয়ে আম জনতা সবচেয়ে বেশি মশগুল হয়েছিল, সবগুলিই অক্সফোর্ডের বিবেচনাধীন ছিল। আধার ছাড়া হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার ২০১৭-এর দৌড়ে ছিল নোটবন্দি, মিঁত্রো, স্বচ্ছ, বিকাশ, যোগা এবং বাহুবলী। এই প্রতিটা শব্দই বহু চর্চিত হলেও আধারের কাছে হারতে হয়েছে সবাইকেই।

কোন শব্দটিকে এই ডিকশনারিতে সংযোজন করা হবে তা নিয়ে জয়পুর সাহিত্য উৎসবে একটি বিশেষজ্ঞদের কমিটি গঠন করে অক্সফোর্ড। ভারতের সাহিত্য বিশারদ কৃতিকা অগ্রবাল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রেস এডিটরিয়াল ম্যানেজার মল্লিকা ঘোষ, রাঁচী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পুনম নিগম ছিলেন সেই কমিটিতে। তাঁরাই বিবেচনা করে এই সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: একসঙ্গেই বাঁচব, হোক না জীবনের শেষ ক’টা দিন

Aadhaar Oxford dictionary আধার অক্সফোর্ড ডিকশনারি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy