আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগে দুর্নীতি মামলায় তিন মাসেরও বেশি সময় ধরে তিহাড়ে বন্দি ছিলেন পি চিদম্বরম। বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশ বাড়তি অক্সিজেন যোগাল তাঁকে। বুধবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে শর্তসাপেক্ষে জামিনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের নির্দেশে এ দিন স্বস্তি ফিরলেও, কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। প্রথমত, আইএনএক্স মামলা নিয়ে জনসমক্ষে যেমন কোনও মন্তব্য করতে পারবেন না চিদম্বরম। ওই মামলার সাক্ষীদের সঙ্গে যেমন যোগাযোগ করতে পারবেন না তেমনই তিনি কোনও সাক্ষাৎকারও দিতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে, এই মুহূর্তে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এমনকি, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে উপস্থিত হতে হবে বলেও শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট জামিনের নির্দেশ দিতেই প্রথম প্রতিক্রিয়া আসে চিদম্বরমের পুত্র কার্তির তরফে। ওই একই মামলায় কার্তি নিজেও অভিযুক্ত। টুইটারে চিদম্বরম পুত্র লেখেন, ‘অবশেষে, ১০৬ দিন পর।’ বিজেপিকে বিঁধেই রাহুল গাঁধী তাঁর টুইটে লেখেন, ‘চিদম্বরমকে ১০৬ দিন কারারুদ্ধ রাখা প্রতিহিংসাপরায়ণতা। আমি খুশি যে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিয়েছে। আমি নিশ্চিত তিনি সুষ্ঠু বিচারব্যবস্থায় তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন।’