Advertisement
E-Paper

কাজিরাঙায় পাক ‘হানা’

বিশ্ব ঐতিহ্যক্ষেত্র কাজিরাঙা জাতীয় উদ্যানের সরকারি ওয়েবসাইট খুলে আজ চমকে ওঠেন বনকর্তারা। গন্ডার-বাঘের ছবির বদলে তাতে লেখা ছিল— ‘পাকিস্তান জিন্দাবাদ’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০১৬ ০৩:২২

জঙ্গলে নয়। ওয়েব-সাইটে।

বিশ্ব ঐতিহ্যক্ষেত্র কাজিরাঙা জাতীয় উদ্যানের সরকারি ওয়েবসাইট খুলে আজ চমকে ওঠেন বনকর্তারা। গন্ডার-বাঘের ছবির বদলে তাতে লেখা ছিল— ‘পাকিস্তান জিন্দাবাদ’। ছিল পাকিস্তানের পতাকার ছবিও। হ্যাকাররা লিখেছে, তাদের নাম পাকিস্তানি সাইবার সেনা।

গত বছর অসম পুলিশের ওয়েবসাইটে থাবা বসিয়েছিল ‘ফয়জল ১৩৩৭’ নামে হ্যাকার। কাজিরাঙার ওয়েবসাইটে ঢুকেছে তারাই। বড় বড় হরফে তারা লিখেছে— ‘শেম অন ইয়োর সিকিওরিটি’। কাজিরাঙার ডিএফও শুভাশিস দাস জানান, অসম পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানানো হয়েছে। তাঁর বক্তব্য, ওয়েবসাইটে তেমন গুরুত্বপূর্ণ কোনও তথ্য ছিল না। তবে পাকিস্তান থেকেই ওই ওয়েবসাইট হ্যাক করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি অবশ্য এখনও নিশ্চিত নন। প্রশাসনিক সূত্রে খবর, গত বছর এ দেশের কয়েকটি ওয়েবসাইট হ্যাকার-হানার পর সেগুলির প্রতিরোধ বাড়ানো হয়েছিল। কিন্তু তাতেও হ্যাকারদের রোখা যাচ্ছে না। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন বিভাগে দক্ষ তথ্য-প্রযুক্তি কর্মীর অভাবেই ওয়েবসাইটগুলিতে নজরদারি, নিয়মিত নিরাপত্তা সংক্রান্ত সফ্‌টওয়্যার ‘আপডেট’ করা যাচ্ছে না। সরকারি দফতরগুলিতে ব্যবহার হওয়া অনেক কম্পিউটার, এমনকী সরকারি ওয়েবসাইট তৈরি ও রক্ষণাবেক্ষণ করা কম্পিউটারেও তাই ভাইরাস মিলছে।

miscreants pakistan Kaziranga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy