প্রায় ২,১০০ জন ভারতীয়ের ভিসা মঞ্জুর করল পাকিস্তান। ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী পরিস্থিতিতে এই প্রথমবার এমন সংখ্যক ভারতীয়ের ভিসা মঞ্জুর করেছে পাকিস্তান। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মবার্ষিকী পালনে তাঁর জন্মভিটেয় যেতে চেয়ে নয়াদিল্লির পাক হাইকমিশনে আবেদন করেছিলেন শিখ পুণ্যার্থীরা। তাঁদের সেই আবেদনই মঞ্জুর করেছে পাকিস্তান প্রশাসন।
প্রতি বছরই নির্দিষ্ট দিনে গুরু নানকের জন্মস্থান তথা পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নানকানা সাহেবে ভিড় জমার শিখ পুণ্যার্থীরা। এ বারও ভারত-পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ৮৫ কিলোমিটার ভিতরে নানকানা সাহেবে আগামী ৪ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। নয়াদিল্লির পাক হাইকমিশনের আশা, এ বার অন্তত কয়েক হাজার মানুষ ওই অনুষ্ঠানে ভিড় জমাবেন। পুণ্যার্থীদের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন ভারতে পাকিস্তানের শার্জ্য দা’ফেয়ার সাদ আহমেদ ওয়ারাইচ।
গুরু নানকের জন্মস্থান নানকানা সাহেবের এই তীর্থযাত্রাটি আদতে ১৯৭৪ সালে সম্পাদিত ভারত-পাকিস্তান ধর্মীয় ‘প্রোটোকল’এর আওতায় পড়ে। যেখানে দুই দেশের মধ্যে কোনও রকম উত্তেজনা থাকলেও, উভয়পক্ষই পুণ্যার্থীদের নিজ নিজ দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে যাওয়া এবং অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দেয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)