Advertisement
E-Paper

ভারতের সঙ্গে জল, কাশ্মীর নিয়ে আলোচনা চায় পাকিস্তান! বিশ্বের বিভিন্ন দেশের মধ্যস্থতা চেয়ে আর্জি বিলাবলদের

ভারতের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় থাকতে পারে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু না-বললেও পাক প্রতিনিধিদলের কথায় বার বার উঠে এসেছে কাশ্মীর এবং সিন্ধুর জলের প্রসঙ্গ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১৮:৩৬
আমেরিকায় পাক প্রতিনিধিদল। রয়েছেন বিলাবল ভুট্টো জ়ারদারি (একদম বাঁ দিকে)

আমেরিকায় পাক প্রতিনিধিদল। রয়েছেন বিলাবল ভুট্টো জ়ারদারি (একদম বাঁ দিকে) ছবি: সংগৃহীত।

ভারতের সঙ্গে আলোচনার টেবিলে বসতে আন্তর্জাতিক স্তরে মধ্যস্থতা চায় পাকিস্তান। সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জ়ারদারির নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি আমেরিকা সফর সেরে ব্রিটেনে পৌঁছেছে। লন্ডনে পৌঁছোনোর পর সেই দলের এক সদস্য পাক সংবাদমাধ্যম ‘জিয়ো নিউজ়’-কে বলেন, “(ভারতের সঙ্গে আলোচনার জন্য) আরও মধ্যস্থতা প্রয়োজন।”

ভারত-পাক সংঘাত থামিয়ে দেওয়ার কৃতিত্ব দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সেই দাবিকে মান্যতা দিয়েছে পাকিস্তানও। ভারত প্রকাশ্যে কিছু না-বললেও কেন্দ্রের মোদী সরকারের একাধিক সূত্র মারফত জানা গিয়েছে, ভারত-পাক সংঘর্ষবিরতির নেপথ্যে তৃতীয় কোনও পক্ষের হাত নেই। আমেরিকায় গিয়ে প্রকাশ্যেই সে কথা জানিয়ে দিয়েছে শশী তারুরের নেতৃত্বাধীন ভারতের প্রতিনিধিদলটি।

ট্রাম্পের মধ্যস্থতা সংক্রান্ত দাবিকে আরও এর বার স্বীকৃতি দিয়ে পাক প্রতিনিধিদলের সদস্য খুররম দস্তগির ‘জিও নিউজ়’-কে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প সংঘর্ষবিরতির ক্ষেত্রে মধ্যস্থতা করার পরেই আমরা প্রতিরোধের মুখে পড়ি। বলা হয় আর মধ্যস্থতার প্রয়োজন নেই। কিন্তু আমরা আমেরিকার নাগরিকদের বোঝাই যে, আরও মধ্যস্থতা প্রয়োজন।”

ভারতের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় থাকতে পারে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু না-বললেও পাক প্রতিনিধিদলের কথায় বার বার উঠে এসেছে কাশ্মীর এবং সিন্ধুর জলের প্রসঙ্গ। প্রতিনিধিদলের আর এক সদস্য তথা আমেরিকায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত শেরি রহমান বলেন, “আমেরিকার মানুষজন বুঝতে পেরেছেন, জলকে যুদ্ধের অস্ত্র বানানো উচিত নয়। ভারতের কাশ্মীরকে ‘গাজ়ার পর বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার’ বলেও কটাক্ষ করেন তিনি। পাক প্রতিনিধিদলের আর এক সদস্য বলেন, “আমরা চাই বিশ্বের বড় শক্তিগুলি ভারতকে বোঝাক যে, দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র এই ভয়াবহ পরিস্থিতিতে সংঘাতের জন্য অগ্রসর হতে পারে না।”

প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দেয়। তার পর দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি হলেও ওই চুক্তি এখনও কার্যকর হয়নি। এই বিষয়ে একাধিক বার নিজেদের আপত্তির কথা জানিয়েছে ইসলামাবাদ। বিভিন্ন দেশের কাছে নালিশও ঠুকেছে। তবে এ ক্ষেত্রে ভারতের বরাবরের অবস্থান এই যে, দ্বিপাক্ষিক বিষয়ে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয়।

Pakistan Operation Sindoor Indus Water Treaty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy