ইচ্ছা ছিল, দেখা করবেন পঞ্জাবি অভিনেত্রী অবনীত কৌরের সঙ্গে! সে জন্যই নাকি সীমান্ত পেরিয়ে লুকিয়ে ঢুকেছিলেন ভারতে। জম্মু সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে ধরা পড়ে যাওয়ার পর এমনটাই দাবি করলেন পাকিস্তানের যুবক।
বিএসএফের কর্তারা জানিয়েছেন, রবিবার গভীর রাতে জম্মুর আরএস পুরা সেক্টরের সুচেতগড় তহসিলের অদূরে আন্তর্জাতিক সীমান্তের কাছে ধরা পড়েছেন সিরাজ খান নামে ওই পাক যুবক। অভিযোগ, রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন সিরাজ। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। জেরায় জানা যায়, ওই যুবক পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সারগোধার বাসিন্দা। এর পরেই আসে আসল চমক! জিজ্ঞাসাবাদে যুবক জানান, অভিনেত্রী অবনীতকে দেখতে চোরাপথে ভারতে এসেছেন তিনি। তবে সে সব দাবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যুবকের অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে তা-ও।
আরও পড়ুন:
সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, রবিবার গভীর রাতে সীমান্তে বেড়ার দিকে অনুপ্রবেশকারী ওই যুবককে এগোতে দেখেন জওয়ানেরা। তাঁকে থামতে বললেও তিনি এগোতেই থাকেন। শেষমেশ তাঁকে থামাতে শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালান জওয়ানেরা। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে বেশ কিছু পাকিস্তানি মুদ্রা উদ্ধার করা হয়েছে বলে খবর।