একটানা বৃষ্টিতে কাটাখাল এবং বরাক নদীর জল উপচে ঢুকেছে হাইলাকান্দির নীচু এলাকায়। আলগাপুর সার্কেলে বন্যা পরিস্থিতি জটিল হয়েছে। বরাক নদীর জল ৩৭ নম্বর জাতীয় সড়ক ডুবিয়েছে। সেই রাস্তায় যানচলাচল বন্ধ। এই মরসুমে পাঁচগ্রামের কালীবাড়ি এলাকার রাস্তায় এ নিয়ে তিন বার যানচলাচল বন্ধ হল।
প্রশাসনিক সূত্রে খবর, দু’দিন আগে বরাক নদীর জল বাড়তে শুরু করে। হাইলাকান্দির জেলাশাসকের নির্দেশে পাঁচগ্রামে গত কাল সকাল থেকে ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আজ হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসক অমলেন্দু রায় জানান, বন্যায় খেতের পরিস্থিতি কেমন রয়েছে, তার খোঁজ নিতে কৃষি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইলাকান্দির কৃষি আধিকারিক এ আর আহমেদ জানান, আলগাপুর সার্কেলের নীচু এলাকায় হালি চারা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।