Advertisement
২৬ এপ্রিল ২০২৪
The Accidental Prime Minister

‘ছবির গল্প কাল্পনিক’, মনমোহনের হয়ে আসরে প্রাক্তন পরামর্শদাতা

লোকসভা নির্বাচনে বাকি আর মাত্র কয়েক মাস। ঠিক তার আগে ছবিটির মুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন পচৌরি।

পঙ্কজ পচৌরি।—ফাইল চিত্র।

পঙ্কজ পচৌরি।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৯
Share: Save:

‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’বইয়ের গল্প কাল্পনিক। তা নিয়ে ছবি তৈরি হয়েছে বটে। সেই ছবির গল্পও কাল্পনিক-ই। বাস্তবের সঙ্গে একেবারেই মিল নেই। দাবি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের একসময়কার পরামর্শদাতা পঙ্কজ পচৌরির। ছবির ট্রেলর নিয়ে দেশজুড়ে রাজনৈতিক টানপড়েন শুরু হয়েছে। তা নিয়েই শুক্রবার এমন মন্তব্য করেন তিনি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে পচৌরি বলেন, ‘‘কাল্পনিক গল্প পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। মনমোহন সিংহকে বদনাম করতে কিছু নিম্ন মেধাসম্পন্ন মানুষ এই কাণ্ড ঘটিয়েছেন। আড়াই বছর ওঁর সঙ্গে কাজ করেছি। তাই একটা বিষয় নিশ্চিত করতে পারি, মনোমোহন সিংহের হাতেই প্রধানমন্ত্রীর দফতরের যাবতীয় ক্ষমতা নিহিত ছিল। সেখানে বাইরের কারও ভূমিকা ছিল না। ছবিতে সম্পূর্ণ উল্টো ঘটনা দেখানো হয়েছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।’’

লোকসভা নির্বাচনে বাকি আর মাত্র কয়েক মাস। ঠিক তার আগে ছবিটির মুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন পচৌরি। তাঁর অভিযোগ, রীতিমতো পরিকল্পনা করেই ছবি মুক্তির দিন ক্ষণ ঠিক করা হয়েছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে এটা বিজেপির রাজনৈতিক কৌশল।ছবিতে মনমোহন সিংহের ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের। বিজেপি ঘেঁষা হওয়ায় তাঁকে ধর্তব্যের মধ্যেই আনেননি পচৌরি।

আরও পড়ুন: ভোটের আগে মনমোহনকে নিয়ে ছবি, ফুঁসছে কংগ্রেস, প্রদর্শন বন্ধের হুমকি​

আরও পড়ুন: মনমোহনের ভূমিকায় অনুপম, প্রকাশিত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ট্রেলার​

বৃহস্পতিবার ছবির ট্রেলর মুক্তি পেয়েছে। তার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে দেশের রাজনৈতিক মহলে। বিজেপির তরফে সেটি নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গিয়েছে। অন্য দিকে তীব্র প্রতিবাদ শুরু করেছে কংগ্রেস। ছবির প্রদর্শন বন্ধের হুমকিও দিয়েছে তারা। কিন্তু এত কিছুর মধ্যেও নীরব শুধু একজন। যাঁকে ঘিরে এত বিতর্ক, সেই মনমোহন সিংহ। ছবিটি নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি।

তবে এ ব্যাপারে তাঁকে সমর্থনই করেছেন পচৌরি। তাঁর মতে, মুখ বন্ধ রেখে ভালই করেছেন মনমোহন। মানুষের জন্য অনেক করেছেন তিনি। সেই কাজই কথা বলবে তাঁর হয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE