Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

প্যারাসাইক্লিস্টের কৃত্রিম পা খুলিয়ে তল্লাশি, বিতর্কে সিআইএসএফ

প্যারালিম্পিয়ান আদিত্য মেহতার প্রস্থেটিক পা খুলিয়ে তল্লাশি চালানোর অভিযোগ উঠল এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে বেঙ্গালুরু বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

আদিত্য মেহতা। ফাইল চিত্র।

আদিত্য মেহতা। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ১৭:০০
Share: Save:

প্যারালিম্পিয়ান আদিত্য মেহতার প্রস্থেটিক পা খুলিয়ে তল্লাশি চালানোর অভিযোগ উঠল এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে বেঙ্গালুরু বিমানবন্দরে এই ঘটনা ঘটে। তাঁর সঙ্গে এমন আচরণের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী এবং সিআইএসএফ-এর দফতরে চিঠি লেখেন আদিত্য।

ঠিক কী হয়েছিল?

প্যরাসাইক্লিস্ট আদিত্য জানান, বিমান ধরার তাড়ায় ছিলেন তিনি। নিরাপত্তার ‘অজুহাত’ দেখিয়ে সিআইএসএফ জওয়ান ঠাকুর দাস তাঁকে কৃত্রিম পা খুলতে বাধ্য করেন। আদিত্যর অভিযোগ, ওই জওয়ানকে বার বার তিনি বলেছিলেন এই কৃত্রিম পা খুললে তা ফের লাগাতে অনেক সময় লাগবে। উল্টে সেই জওয়ান বলেছিলেন, “সেটা আপনার সমস্যা। আর এটা নিরাপত্তার ব্যাপার।”

দেরি হয়ে যাওয়ায় তাড়াতাড়ি সেই পা ফের লাগাতে গিয়ে আহত হন আদিত্য। বিমান ধরার তাড়ায় তখনকার মতো তিনি খেয়ালই করেননি যে তাঁর পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “বাড়িতে ফিরে যখন প্রস্থেটিক পা খুলি, দেখি সেখান থেকে রক্ত ঝরছে।”

এ ভাবে প্রস্থেটিক পা খুলিয়ে চেকিং করার বিষয়টি নিয়ে আদিত্য রীতিমতো ক্ষুব্ধ। ফেসবুকে এই নিয়ে সরবও হয়েছেন তিনি।

ডিজিসিএ-র হায়দরাবাদের কার্যালয়ের বক্তব্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিমানবন্দরে নিরাপত্তার জন্য এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।

আরও খবর...

জল্পনার জালে কেবিন-বন্দি আম্মা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aditya Mehta Bengaluru Airport
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE