অহমদাবাদে বিমান ভেঙে পড়ার দিন কয়েক পরেই এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থার দফতরে পার্টি করার অভিযোগ উঠল। সেই ভিডিয়ো (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি) প্রকাশ্যে আসতেই সক্রিয় সংস্থা । এই ঘটনায় চার উচ্চপদস্থ আধিকারিককে ইস্তফা দিতে বলেছে এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা এইআএসএটিএ।
গত ১২ জুন অহমদাবাদের মেঘানিনগরে লোকালয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়। ওই ঘটনার দিন কয়েক পরেই গুরুগ্রামে এইআএসএটিএ-র দফতরে ওই পার্টির আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ। এই সহকারী সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমানবন্দর গেটওয়ে পরিষেবা দেয়।
আরও পড়ুন:
এইআএসএটিএ-এর মুখপাত্র জানিয়েছেন, ওই দুর্ঘটনার নিহতদের পরিবারের প্রতি সমব্যথী তারা। যে সময়ে পার্টির আয়োজন করা হয়েছিল, তা উপযুক্ত নয়। মুখপাত্রের কথায়, ‘‘দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে আমরা সমব্যথী। যে ভিডিয়ো প্রকাশিত হয়েছে, তাতে ভুল বিবেচনাই প্রকাশিত হয়েছে। সেই নিয়ে আমরা দুঃখিত।’’ ওই মুখপাত্র আরও জানিয়েছেন, সংস্থার মূল্যবোধ এই ধরনের পদক্ষেপকে সমর্থন করে না। ঘটনার নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে।
এয়ার ইন্ডিয়া সংস্থা টাটা গোষ্ঠীর মালিকানাধীন। তাদেরই সহযোগী হল এইআএসএটিএ। বিমানবন্দরে পরিষেবা এবং খাবারের বিষয়টি এরা দেখে।