Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ঠিকানা, বাবার নাম থাকছে না পাসপোর্টে

পাসপোর্ট বাবার নাম রাখা নিয়ে প্রশ্ন উঠছে অনকে দিন ধরেই। বিষয়টি নিয়ে সরব হয়েছেন ‘সিঙ্গল পেরেন্ট’রাও। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টিও জড়িত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ০৩:২৯
Share: Save:

পাসপোর্টে বড়সড় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে পাসপোর্টের শেষ পৃষ্ঠায় পাসপোর্ট-মালিকের ঠিকানা, বাবা বা আইনি অভিভাবক, মা এবং জীবনসঙ্গীর (যদি প্রযোজ্য হয়) নাম থাকে। নতুন পাসপোর্টে এই সব তথ্য থাকবে না বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। ফলে ভবিষ্যতে আর ঠিকানার প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট ব্যবহার করা যাবে না। সেই সঙ্গে বদলাতে চলেছে পাসপোর্টের রংও। তবে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নাগরিকরা পুরনো পাসপোর্টই ব্যবহার করতে পারবেন।

এখন সরকারি আধিকারিকদের সাদা, কূটনীতিকদের লাল এবং বাকিদের নীল রঙের পাসপোর্ট দেওয়া হয়। একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নীল রঙের মধ্যে ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড (ইসিআর) ক্যাটেগরির পাসপোর্ট হোল্ডারদের পাসপোর্টের রং বদলে কমলা করা হবে। বাকিদের পাসপোর্টের রং নীলই থাকবে। বিমানবন্দরে ইমিগ্রেশন চেকিংয়ের গতি বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত।

পাসপোর্ট বাবার নাম রাখা নিয়ে প্রশ্ন উঠছে অনকে দিন ধরেই। বিষয়টি নিয়ে সরব হয়েছেন ‘সিঙ্গল পেরেন্ট’রাও। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টিও জড়িত। সেই কারণে পাসপোর্টের শেষ পাতা থেকে এই তথ্যগুলি বাদ দেওয়ার জন্য আবেদন জমা পড়ে সরকারের কাছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য বিদেশ মন্ত্রক এবং নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের তিন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।

সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই বিদেশ মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, পাসপোর্টের শেষ পৃষ্ঠার ওই সব তথ্য আর থাকবে না। বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাসপোর্ট আইন, ১৯৬৭ এবং পাসপোর্ট বিধি, ১৯৮০ অনুযায়ী পাসপোর্ট এবং অন্য ভ্রমণ নথিতে যে শেষ পৃষ্ঠাটি ছিল, সেটি আর ছাপা হবে না। তবে শেষ পৃষ্ঠার সমস্ত তথ্যই বিদেশ মন্ত্রকের কাছে থাকবে। এই নতুন ধরনের পাসপোর্ট তৈরির দায়িত্বে রয়েছে নাসিকের ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Passport Address Proof পাসপোর্ট
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE