ভারতের সঙ্গে নিরাপত্তা এবং কৌশলগত বোঝাপড়া আরও বৃদ্ধি করছে আমেরিকা। আমেরিকার প্রতিরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের ফোনে কথা হয়েছে। স্থির হয়েছে যে, চলতি বছরের শেষে যখন রাজনাথ-হেগসেথের মুখোমুখি সাক্ষাৎ হবে, তখন ভারত এবং আমেরিকার মধ্যে আগামী ১০ বছরের প্রতিরক্ষা সংক্রান্ত রূপরেখা চূড়ান্ত হবে।
পেন্টাগনের তরফে জানানো হয়েছে, আমেরিকার প্রতিরক্ষা সরঞ্জাম ভারতে বিক্রির বিষয়ে রাজনাথ এবং হেগসেথের মধ্যে কথা হয়েছে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, “হেগসেথ দক্ষিণ এশিয়ায় আমেরিকার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী হিসাবে ভারতের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন।”
গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনায় স্থান পেয়েছিল প্রতিরক্ষা সংক্রান্ত বোঝাপড়া আরও নিবিড় করার বিষয়টিও। সেই বৈঠকের সূত্র ধরেই এ বার আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে দুই দেশ।
কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল-এর সঙ্গে মার্কিন সংস্থা জিই অ্যারোস্পেসের চুক্তি দ্রুত রূপায়ণ করার বিষয়ে আমেরিকার প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা বলেছেন রাজনাথ। চুক্তি অনুসারে, দুই সংস্থা যৌথ ভাবে ভারতেই এফ৪১৪ জেট ইঞ্জিন তৈরি করবে। সে ক্ষেত্রে ভারতকে তেজস ১এ যুদ্ধবিমানের জন্য আর আমেরিকা থেকে ইঞ্জিন আমদানির উপর নির্ভর করতে হবে না। তা ছাড়া যৌথ সামরিক মহড়া, সেনা প্রশিক্ষণ নিয়েও দু’জনের কথা হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের একাধিপত্য খর্ব করতে তৈরি হয়েছে চতুর্দেশীয় অক্ষ কোয়াড। জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া ছাড়াও এই অক্ষে রয়েছে ভারত। কোয়াডের বৈঠকে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার তিনি দেখা করেন হেগসেথের সঙ্গে। ঘটনাচক্রে, কোয়াডের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে পহেলগাঁও কাণ্ডের নিন্দা করা হয়। এবং ওই ঘটনায় যুক্ত জঙ্গিদের বিচারের আওতায় আনতে সব দেশের সহযোগিতা চাওয়া হয়।