Advertisement
১১ ডিসেম্বর ২০২৩
Petrol

Petrol Price: শিন্ডের মাস্টারস্ট্রোক? প্রতিশ্রুতি মতো দাম কমালেন জ্বালানির, পেট্রল সস্তা ৫ টাকা

মুখ্যমন্ত্রী পদে বসে কথা রাখলেন একনাথ শিন্ডে। মহারাষ্ট্রে সস্তা হল জ্বালানি। লিটার প্রতি পেট্রলের দাম কমল ৫ টাকা। ডিজেল ৩ টাকা।

মহারাষ্ট্রে সস্তা হল জ্বালানি।

মহারাষ্ট্রে সস্তা হল জ্বালানি। — ফাইল ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৫:৩০
Share: Save:

মহারাষ্ট্রে সস্তা হল জ্বালানি। প্রতি লিটার পেট্রলের দাম কমল ৫ টাকা। লিটার পিছু ডিজেলের দাম কমল ৩ টাকা। শুক্রবার থেকে মহারাষ্ট্রে এক লিটার পেট্রলের সম্ভাব্য দাম হবে ১০৬ টাকা। এক লিটার ডিজেলের দাম ৯৪ টাকা। জ্বালানির দাম নির্ধারণের ক্ষেত্রে আরও অনেক বিষয় কাজ করে। তাই ঘোষিত দামের থেকে সামান্য অদলবদল হতে পারে বাস্তব দামের।

প্রধানমন্ত্রী মোদীর অনুরোধে বিজেপি-শাসিত রাজ্যগুলি জ্বালানির দাম কমালেও মহারাষ্ট্রের পূর্বতন উদ্ধব ঠাকরে সরকার কমাতে রাজি হয়নি। জানিয়েছিলেন, এতে রাজকোষে চাপ পড়বে। একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হয়েই জ্বালানির দাম কমানোর ঘোষণা করেছিলেন। এ বার সেই পথেই হাঁটলেন।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শিন্ডে জানিয়েছেন, জ্বালানির দাম কমানোর ফলে মহারাষ্ট্রের যুক্ত মূল্য কর (ভ্যাট) আদায় আগের থেকে বছরে ৬০০০ কোটি টাকা কমে যাবে। তবে এতে সার্বিক মূল্যবৃদ্ধি কমবে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশের যুক্তি, ‘‘মানুষের কল্যাণের স্বার্থে শিবসেনা-বিজেপি সরকার অঙ্গীকারবদ্ধ।’’ সে কারণেই এই সিদ্ধান্ত।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক স্বার্থে নয়। রাজনৈতিক স্বার্থেও। উদ্ধব ঠাকরের শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের সরকার ফেলে বিজেপির হাত ধরে শিন্ডে ক্ষমতায় এসেছেন। এ বার মহারাষ্ট্রের জনগণ এবং শিবসেনার পুরনো সমর্থকদের কাছে নিজেদের প্রমাণের দায় থেকেই জনকল্যাণকর সিদ্ধান্ত নিচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE