Advertisement
০২ মে ২০২৪
PM Narendra Modi

Narendra Modi: আগামী দেড় বছরে ১০ লক্ষ সরকারি চাকরি! প্রধানমন্ত্রী মোদীর কী পরিকল্পনা জানেন?

চাকরি দেওয়ার ক্ষেত্রে সরকার ‘মিশন মোড’-এ ফোকাস করবে। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ও দফতরে পরিস্থিতি খতিয়ে দেখে নিয়োগ হবে বলে জানানো হয়েছে।

ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১১:০৯
Share: Save:

আগামী দেড় বছরে ১০ লক্ষ সরকারি পদে নিয়োগ লোক করবে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় সূত্রে এ কথা টুইট করে জানানো হয়েছে। টুইটে জানানো হয়েছে, চাকরি দেওয়ার ক্ষেত্রে মোদী সরকার ‘মিশন মোড’-কে নজরে রেখে পদক্ষেপ করবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরে পরিস্থিতি খতিয়ে দেখে নিয়োগ হবে বলে জানানো হয়েছে।

ক্রমাগত বেড়ে চলা বেকারত্ব নিয়ে মোদী সরকারকে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়তে হয়। রাজনৈতিক মহল মনে করছে, আগামী দেড় বছরে ১০ লক্ষ নিয়োগের সিদ্ধান্ত তারই জবাব হিসেবে তুলে ধরা হবে। প্রসঙ্গত, নির্বাচনী জনসভায় ক্ষমতায় এলে বছরে দু’কোটি চাকরি দেওয়ার কথা বলতেন মোদী নিজে। ক্ষমতায় আসার পর থেকে তা নিয়েও বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে বিজেপিকে।

শেষ বিহার বিধানসভার ভোটে যা বড়সড় ইস্যু হয়ে ওঠে। আরজেডি প্রধান তেজস্ব যাদব পাল্টা চাকরির প্রতিশ্রুতি দিয়ে ময়দানে নামেন। তাতে স্পষ্টতই বেকায়দায় পড়ে ক্ষমতাসীন এনডিএ। যদিও এ বারও প্রধানমন্ত্রীর ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে। মোদীর এই সিদ্ধান্তকে ‘৯০০ ইঁদুর খেয়ে বিড়াল হজে চলল’’ বলে অভিহিত করেছে কংগ্রেস। তৃণমূলও মোদীর এই সিদ্ধান্তের সমালোচনা করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PM Narendra Modi Employment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE