ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার তাঁর কথায় সমর্থন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘দু’দেশের বাণিজ্যচুক্তি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, আলোচনার মাধ্যমেই সেই পথ মসৃণ হবে। কাটবে বাণিজ্য-জটও।’’ শুধু তা-ই নয়, আলোচনার মাধ্যমেই ভারত-আমেরিকার অংশীদারির পথ আরও সুগম হবে বলেও আশা প্রকাশ করেছেন মোদী। ভারতের প্রধানমন্ত্রীর এক্স পোস্ট আবার নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন ট্রাম্প।
ভারত এবং আমেরিকার সম্পর্ক নিয়ে বুধবার আবার মুখ খুলেছিলেন ট্রাম্প। তিনি দাবি করেন, বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা। ট্রাম্পের সেই দাবির পর পরই আলোচনার বিষয়ে আগ্রহ প্রকাশ করলেন মোদী। ট্রাম্প তাঁর পোস্টে মোদীকে ‘খুব ভাল বন্ধু’ হিসাবে উল্লেখ করেছিলেন। মোদীও তাঁর এক্স পোস্টে আমেরিকাকে ভারতের ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে দাবি করেছেন। বাণিজ্যচুক্তি নিয়ে মোদী বলেন, ‘‘আমাদের প্রতিনিধিদলগুলি যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা শেষ করার জন্য কাজ করছে।’’
সম্প্রতি, রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ‘জরিমানা’ হিসাবে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপান ট্রাম্প। সব মিলিয়ে বর্তমানে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ আমদানি শুল্ক ধার্য করে মার্কিন প্রশাসন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, বাণিজ্যচুক্তির কোনও অগ্রগতি না-হলে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে কোনও আলোচনা করবেন না। ট্রাম্পের শুল্ক নিয়ে কড়া প্রতিক্রিয়াও দিয়েছিল ভারত। অনেকেই ভেবেছিলেন, ভারত ও আমেরিকার সম্পর্ক হিমঘরে চলে গিয়েছে। ট্রাম্প-মোদীর বন্ধুত্বে ইতি পড়েছে। সেই আবহে মোদীর চিন সফর সেই জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছিল। পাশাপাশি, ট্রাম্প প্রশাসনের শুল্ক-হুঁশিয়ারিও চলছিল। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। মোদীর চিন সফরের পর ট্রাম্প এক পোস্টে দাবিও করেন, চিনের অন্ধকারে ভারতকে হারিয়ে ফেলেছেন তিনি। তবে কয়েক ঘণ্টা পর নিজের অবস্থান থেকে সরে এসে ভারতের দিকে ফের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন ট্রাম্প। মোদীও জানিয়েছিলেন ট্রাম্পের ইতিবাচক বক্তব্যের প্রতিদান দেবেন তিনি।
আরও পড়ুন:
দুই দেশের সম্পর্কের ওঠানামার পরিস্থিতির মধ্যে বুধবার ভারত এবং বাণিজ্যচুক্তি নিয়ে আবার ইতিবাচক মন্তব্য করেন ট্রাম্প। তিনি এ-ও জানান, আগামী কয়েক দিনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলতে আগ্রহী। ট্রাম্প জানিয়েছেন, তিনি নিশ্চিত যে ‘সফল সিদ্ধান্তে’ পৌঁছোতে দুই দেশের কোনও অসুবিধা হবে না। ট্রাম্পের পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া দেন মোদী। বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার পথ প্রশস্ত করার কথা বলে মোদীও জানান, ট্রাম্পের সঙ্গে কথা বলতে তিনি আগ্রহী। তাঁর কথায়, ‘‘দু’দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করব।’’