Advertisement
E-Paper

আমার নতুন ‘বস্’! নবীন নেতা নিতিনকে বিজেপি সভাপতির দায়িত্ব দিয়েই প্রশস্তি মোদীর, বক্তৃতায় পশ্চিমবঙ্গের প্রসঙ্গও

মঙ্গলবার সকালে দিল্লিতে বিজেপি সদর দফতরে বিদায়ী সভাপতি জেপি নড্ডার হাত থেকে আনুষ্ঠানিক ভাবে দলের দায়িত্ব নেন নিতিন। নতুন সর্বভারতীয় সভাপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী-সহ বিজেপির শীর্ষস্তরের নেতারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৪:০৭
নিতিন নবীনকে অভিনন্দন জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিতিন নবীনকে অভিনন্দন জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে দায়িত্বগ্রহণ করলেন নিতিন নবীন। বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। বললেন, ‘‘দেশের প্রধানমন্ত্রী হলেও বিজেপিতে আমি কার্যকর্তা মাত্র। এখন থেকে নিতিন নবীনই আমার বস্‌!’’

মঙ্গলবার সকালে দিল্লিতে বিজেপি সদর দফতরে বিদায়ী সভাপতি জেপি নড্ডার হাত থেকে আনুষ্ঠানিক ভাবে দলের দায়িত্ব নেন নিতিন। নতুন সর্বভারতীয় সভাপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী-সহ বিজেপির শীর্ষস্তরের নেতারা। সেখানেই মোদী বলেন, ‘‘বিজেপিতে আমি একজন কার্যকর্তা। নিতিন নবীনই এখন আমার বস্‌। বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সভাপতি হওয়ার জন্য আমি নিতিনকে অভিনন্দন জানাই।’’ পাশাপাশি, মোদী জানিয়েছেন, দলকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে বিজেপির সমস্ত প্রাক্তন সভাপতিরই অপরিসীম অবদান রয়েছে। প্রধানমন্ত্রীর দাবি, লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী, মুরলী মনোহর যোশীর নেতৃত্বে বিজেপি শূন্য থেকে বিপুল উচ্চতায় পৌঁছেছিল। অমিত শাহের নেতৃত্বে একের পর এক রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। তেমনই, জেপি নড্ডার নেতৃত্বে পঞ্চায়েত স্তর থেকে সংসদ— সর্বত্র হাত শক্ত হয়েছে বিজেপির। ‘নবীন’-বরণে ভাষণ দিতে গিয়ে সেই সব প্রাক্তন সভাপতিদের সকলকেই একে একে ধন্যবাদ জানিয়েছেন মোদী।

মোদী বলেন, ‘‘দীর্ঘ দিন ক্ষমতায় থাকলে সরকারের প্রতি মানুষের আস্থা কমে যায়। কিন্তু সেই রীতিও ভেঙে দিয়েছে বিজেপি। বরং গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও বিহারে আগের থেকে অনেক বেশি ভোট পেয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি। আজ দেশের প্রতিটি প্রান্তে মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হতে চাইছেন। বামশাসিত কেরলের তিরুঅনন্তপুরমে পুরসভার মেয়র নির্বাচনে জিতেছে বিজেপি। তেলঙ্গানা এবং পশ্চিমবঙ্গেও বিজেপি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে।’’ উল্লেখ্য, মাত্র কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রয়েছে। ভোট রয়েছে অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও। তার আগে প্রধানমন্ত্রীর এই বার্তাকে রাজনৈতিক ভাবে অর্থবহ মনে করছে ওয়াকিবহাল মহল।

মোদী আত্মবিশ্বাসের সুরে আরও বলেন, ‘‘আমাদের কাছে জনগণের সেবা করাই অগ্রাধিকার পায়। বিজেপি একটি সংস্কার, একটি পরিবার। আমাদের আদর্শ হল— নিজের থেকে বড় দল, আর দলের থেকে বড় দেশ। নেতৃত্ব বদলালেও আমাদের আদর্শ বদলায় না। তাই বিজেপির প্রতি জনগণের আস্থাও ক্রমশ বেড়েছে। গত ১১ বছরের কথা বিবেচনা করলে দেখা যাবে, প্রথম বারের মতো হরিয়ানা, অসম, ত্রিপুরা এবং ওড়িশায় নিজের এলেমে সরকার গড়েছে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে কেরলের মানুষ বিজেপিকে সুযোগ দেবেন।’’

সোমবার সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দলের বর্তমান কার্যকরী সভাপতি নিতিন। সূত্রের খবর, সভাপতি পদে নিতিনের নাম প্রস্তাব করেছিলেন মোদী স্বয়ং। বিহারের প্রাক্তন মন্ত্রী এবং পাঁচ বারের বিধায়ক ৪৫ বছরের নিতিনই বিজেপির ইতিহাসে কনিষ্ঠতম সভাপতি। গত ডিসেম্বর মাসে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল নিতিনকে। তখনই জল্পনা শুরু হয়েছিল, তাঁর কাঁধেই বর্তাতে পারে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব। বাস্তবেও হল তেমনটাই।

Nitin Nabin Narendra Modi PM Narendra Modi BJP BJP President
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy