কোনও তরফে ঝুঁকে থাকা নয়, ৫ জানুয়ারি পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়ে নিরাপত্তার চ্যুতির তদন্ত করবেন নিরপেক্ষ তদন্তকারী। তদন্তের জন্য পাঁচ সদস্যের প্যানেল তৈরি করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তদন্ত প্যানেলের চেয়ারপার্সন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্র। যত দ্রুত সম্ভব শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেবেন বিচারপতি মলহোত্র।
সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া কমিটিতে বিচারপতি ইন্দু মলহোত্রকে সাহায্য করার জন্য থাকবেন, এনআইএ-র ডিরেক্টর জেনারেল, চণ্ডীগড় পুলিশের প্রধান, পঞ্জাব পুলিশের এডিজি (নিরাপত্তা) এবং পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল।
এই কমিটি খতিয়ে দেখবে, কী ভাবে নিরাপত্তায় চ্যুতির ঘটনা ঘটল। চ্যুতির নেপথ্যে রয়েছেন কে, এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে কী কী পদক্ষেপ বাঞ্ছনীয়। শীর্ষ আদালত রায়ে জানিয়েছে, ‘এক তরফা কোনও তদন্তের উপর এই প্রশ্নগুলোর উত্তর ন্যস্ত করা যায় না। আমরা চাই এর নিরপেক্ষ তদন্ত হোক।’