Advertisement
E-Paper

ভাবমূর্তি গড়তে শুভেচ্ছা বার্তা, ক্ষুব্ধ বিরোধীরা

আজ সকালেই টুইট করে রমজানের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। পরে রেডিও-র ‘মন কি বাত’ অনুষ্ঠানের গোড়াতেই তিনি একটা বড় অংশ খরচ করলেন এই বিষয়ে। মোদী বলেন, ‘‘পবিত্র রমজান মাসের শুরুতে ভারত ও বিশ্বের বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ০৪:২৩

গোরক্ষকদের তাণ্ডব মাত্রা ছাড়াচ্ছে। সরকারের নতুন গবাদি-বিধি নিয়ে প্রতিবাদ দানা বাঁধছে দেশজুড়ে। বাহুবলে সম্প্রীতির সুরটি নষ্ট করার অভিযোগ যখন আরও উচ্চকিত হয়ে উঠছে, তখন প্রচারমাধ্যমকে ব্যবহার করে নিজের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ফের মেলে ধরার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী।

আজ সকালেই টুইট করে রমজানের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। পরে রেডিও-র ‘মন কি বাত’ অনুষ্ঠানের গোড়াতেই তিনি একটা বড় অংশ খরচ করলেন এই বিষয়ে। মোদী বলেন, ‘‘পবিত্র রমজান মাসের শুরুতে ভারত ও বিশ্বের বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি। শান্তি, ঐক্য ও সদ্ভাবনার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই রমজান।’’

কিন্তু এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। রমজানের সূত্র ধরে তিনি বলেন— প্রার্থনা, আধ্যাত্মিকতা, দানের গুরুত্ব আছে রমজানে। ১২৫ কোটি ভারতবাসী গর্ব করে, এ দেশে সব সম্প্রদায়ের বাস। এ এক এমন দেশ, যেখানে ভগবানে বিশ্বাসী ও অবিশ্বাসী, মূর্তি পূজার সমর্থক ও বিরোধী, সব ধরনের বিচারধারা, পরম্পরার মানুষ আছেন। সকলেই শান্তি, ঐক্য ও সদ্ভাবনার বার্তা দেয়। রেডিও-তে ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়ে দু’দিন আগে যে বই প্রকাশ হয়েছে, তাতে বিনা পয়সায় নকশা এঁকে দেওয়া আবু ধাবির এক আকবর সাহেবের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ সব কথা বলে মোদী আসলে শুধুমাত্র সংখ্যালঘুদের কাছেই নয়, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কাছেও নিজের ‘ধর্মনিরপেক্ষ’ ভাবমূর্তিটা তুলে ধরতে চাইলেন।

প্রধানমন্ত্রী হিসেবে মোদী রমজানের শুভেচ্ছা জানাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বিরোধীরা এতেও ভ্রূ কুঁচকেছেন। কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘‘রমজান হাজার বছরের উৎসব। সাংবিধানিক পদের মুখিয়া হিসেবে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু তাতে কি বাস্তব ছবিটা বদলাচ্ছে?’’ তাঁর কথায়— সেটা যতক্ষণ না বদলাচ্ছে, প্রধানমন্ত্রীর একতরফা ‘মন কি বাত’-এ কিছুই এসে গেল না। তবে বিজেপির পাল্টা বক্তব্য, যে কোনও ভাবে মোদীকে আক্রমণ করাটাই বিরোধীদের লক্ষ্য। ধর্মনিরপেক্ষতা, ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর কথা প্রধানমন্ত্রী আগেও বলতেন। আজও সে কথাই বলেছেন।

বিরোধীদের এই সমালোচনার আঁচ করেই প্রধানমন্ত্রী এ দিন বলেন, ‘‘অনেকে মনে করেন ‘মন কি বাত’ একতরফা কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে প্রচার। আবার অনেকে এ কথাও বলেন, প্রধানমন্ত্রী যেন ঘরের লোক হিসেবেই রেডিও-য় কথা বলেন!’’ সরকারের তিন বছর পূর্তিতে মোদী ঘোষণা করেছিলেন, ২০২২ সালের মধ্যে জন-অংশীদারিত্ব আরও বাড়ানো হবে। সেই সূত্র ধরেই আজ আরও একগুচ্ছ নতুন প্রকল্পের কথাও বলেন প্রধানমন্ত্রী।

Narendra Modi নরেন্দ্র মোদী Ramadan Muslim
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy