শ্রীনগর বিমানবন্দরে স্পাইসজেটের চার কর্মীকে মেরে জখম করার অভিযোগ সেনা আধিকারিকের বিরুদ্ধে। ওই ঘটনায় অভিযোগ দায়ের করল পুলিশ। পাশপাশি, আহত এক কর্মীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে রবিবার।
ঘটনার সূত্রপাত গত ২৬ জুলাই।।
স্পাইসজেটের বিবৃতি অনুযায়ী, এসজি-৩৮৬ উড়ানের যাত্রী ছিলেন অভিযুক্ত সেনা আধিকারিক।
শ্রীনগর থেকে দিল্লিগামী বিমানের ওই যাত্রী ১৬ কেজিরও বেশি ওজনের ব্যাগপত্র নিয়ে
বিমানে উঠতে চেয়েছিলেন। ‘বোর্ডিং গেট’-তাঁকে আটকান দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। সবিনয়ে
জানানো হয়, তাঁর ব্যাগপত্রের ওজন নির্ধারিত ৭ কেজির চেয়ে অনেক বেশি। তাই তাঁকে
অতিরিক্ত ভাড়া দিতে হবে। কিন্তু ওই যাত্রী পাত্তা না দিয়ে এগিয়ে যান। তাঁকে
সিআইএসএফ আধিকারিক আটকালে পিছু ফিরে স্পাইসজেটের চার কর্মীকে বেধড়ক মারধর করেন তিনি।
রবিবার স্পাইসজেট কর্তৃপক্ষ জানান, চার জনেই গুরুতর অসুস্থ। তাঁদের শিরদাঁড়া ভেঙে গিয়েছে। চোয়াল, থুতনি ফেটেছে। ইতিমধ্যে ওই যাত্রীকে ‘নো ফ্লাই’ তালিকাভুক্ত করা হয়েছে। ওই ঘটনা নিয়ে অসামরিক বিমান মন্ত্রকের কাছেও দরবার করেছেন তাঁরা। তা ছাড়া ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত সেনা আধিকারিকের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছে বিমান সংস্থা।
আরও পড়ুন:
বিকেলে ওই সেনা আধিকারিকের পরিচয় প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম রীতেশকুমার সিংহ। তাঁকে ডেকে পাঠিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে খবর। তা ছাড়া তিনি স্পাইসজেটের যে কর্মীর সঙ্গে প্রথম বিতণ্ডায় জড়ান, তাঁর নামেও অভিযোগ দায়ের হয়েছে। ওই কর্মীর থুতনি ফেটে গিয়েছে বলে দাবি স্পাইসজেটের। তাঁকেও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।