মাওবাদী দমনে আজ আবার বড় মাপের সাফল্য পেল ছত্তীসগঢ় পুলিশ। নারায়ণপুরে ১৯ মহিলা-সহ ২৮ জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ধৃতদের মধ্যে ২২ জনের মাথার দাম ছিল প্রায় ৮৯ লক্ষ। পুলিশ জানিয়েছে, গত ৫০ দিনে গোটা বস্তার রেঞ্জে ৫১২ জন মাওবাদী আত্মসমপর্ণ করলেন।
পুলিশের দাবি, আজকের ওই আত্মসমর্পণ স্পষ্ট করে দিয়েছে মাওবাদীদের সশস্ত্র আন্দোলনের দিন প্রায় শেষের মুখে। সূত্রের মতে, নিরপাত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শীর্ষ নেতাদের মৃত্যুতে দলের নেতৃত্ব দেওয়ার এখন লোকের অভাব। এই পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর অভিযান বজায় থাকায় মাওবাদীরা আত্মসমর্পণকেই অন্যতম পথ হিসেবে বেছে নিচ্ছেন। গত এক বছরে সংগঠনের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তা মাওবাদীদের পিএলজিএ-র বার্ষিক পুস্তিকায় স্বীকার করে নেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, গত এগারো মাসে ৩২০ জন মাওবাদী সংঘর্ষে মারা গিয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন বাসব রাজুর মতো শীর্ষ নেতা। যা সংগঠনের জন্য বড় মাপের ধাক্কা হিসেবেও স্বীকার করে নেওয়া হয়েছে। পুস্তিকায় বলা হয়েছে, চলতি বছরে আট জন কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য কমিটির ১৫ জন এবং বহু মধ্যম পর্যায়ের কমান্ডার মারা গিয়েছেন।
পুস্তিকায় এ-ও বলা হয়েছে, যা এক সময়ে তাদের অভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত ছিল সেই দণ্ডকারণ্য এলাকাতেই এ বছরে ২৪৩ জন মাওবাদী মারা গিয়েছে। গোয়েন্দা সূত্রের মতে, ওই পরিসংখ্যানই বলে দিচ্ছে মাওবাদীদের নিজেদের এলাকাতেই পরাজয় স্বীকার করতে হচ্ছে মাওবাদীদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)