কোন কোন জায়গায় তিনি গিয়েছিলেন, সেখানে কাদের সঙ্গে ছিলেন, হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ উঠতেই এ বার ন’রাজ্যের পুলিশ তাঁকে জেরা করার প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ওই রাজ্যগুলির পুলিশের তরফে।
বিদেশভ্রমণের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় সফর করেছেন জ্যোতি। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, ওড়িশা, পঞ্জাব, দিল্লি, জম্মু-কাশ্মীর এবং রাজস্থান। সূত্রের খবর, জ্যোতির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই এই রাজ্যগুলির পুলিশ তৎপর হয়ে উঠেছে।
জ্যোতি যে সব জায়গায় গিয়েছিলেন, সেখানকার ছবি এবং ভিডিয়ো নিজের সমাজমাধ্যম অ্যাকাউন্টে আপলোড করেছিলেন। তাঁর সফরের তালিকায় বেশ কিছু সংবেদনশীল জায়গাও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ফলে যে ন’রাজ্যে জ্যোতি সফর করেছিলেন, সেই রাজ্যগুলির কোথা কোথায় গিয়েছিলেন, কোথায় থেকেছিলেন, কাদের সঙ্গে ছিলেন— এই সব কিছু তথ্য পেতে চাইছে পুলিশ। সূত্রের খবর, তাই জ্যোতিকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে তারা।
পুলিশ সূত্রে খবর, রাজস্থানে ভারত-পাক সীমান্তে গিয়েছিলেন জ্যোতি। জম্মু-কাশ্মীরের পহেলগাঁও, গুলমার্গ, শ্রীনগর। দিল্লির বিভিন্ন ঐতিহাসিক পর্যটনস্থল, উত্তরপ্রদেশের বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ এবং বৃন্দাবনে গিয়েছিলেন তিনি। ওড়িশার পুরী, বিহারের ভাগলপুর, পশ্চিমবঙ্গের কলকাতা, পঞ্জাবের স্বর্ণমন্দির এবং অটারী সীমান্ত-সহ বহু জায়গার ভিডিয়ো এবং ছবি তুলে সেগুলি সমাজমাধ্যমে শেয়ার করেন। তদন্তকারীদের সন্দেহ, জেনেবুঝেই বেশ কিছু সংবদেনশীল জায়গার ছবি সমাজমাধ্যমে দেন জ্যোতি।