তাঁকে প্রায় দিনই খালি পায়ে ঠেলাগাড়ি নিয়ে যেতে দেখতেন। বৃদ্ধকে দেখে বড্ড কষ্ট হয়েছিল এক পুলিশকর্মীর। বিন্দুমাত্র অপেক্ষা করেননি তিনি। দিনের কাজ শেষে সোজা জুতোর দোকানে গিয়েছিলেন। একজোড়া চটি কিনে আনেন।
পর দিন সকালে যখন ওই বৃদ্ধকে ঠেলাগাড়ি নিয়ে আসতে দেখেন কনস্টেবল, তাঁকে দাঁড় করান। তার পর কিনে আনা সেই নতুন চটি বৃদ্ধকে উপহার দেন তিনি। চটি পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বৃদ্ধ। ওই পুলিশকর্মীকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নেন সেখান থেকে।