টহলদারি চালানোর সময় গাড়িতে গান চালিয়ে নাচার জন্য তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হল। ঘটনাটি গুজরাতের কচ্ছ জেলার।
মঙ্গলবার নেটমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে চার পুলিশকর্মীকে জোরে গান চালিয়ে তার তালে তালে নাচতে এবং গাইতে দেখা গিয়েছিল। কারও মুখেই মাস্ক ছিল না। শুধু তাই নয়, কারও সিটবেল্টও বাঁধা ছিল না। আইনরক্ষকদের ছবি প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে যায় পুলিশ থেকে প্রশাসন মহলে। তড়িঘড়ি তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করে কচ্ছ জেলা পুলিশ।