খুব যত্ন করে ফ্ল্যাট সাজিয়েছিলেন এক পরিবার। চার ভাই এক সঙ্গে থাকতেন সেই ফ্ল্যাটে। কিন্তু একটা খুঁত থেকে গিয়েছিল। যা কিনা তাঁদের শেষ পর্যন্ত আদালতের দরজায় টেনে নিয়ে গিয়েছে। তা-ও আবার প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে।
ওই ফ্ল্যাটেরই পাশেরটায় থাকেন এক দম্পতি। তাঁদের অভিযোগ, রাত্রিবেলায় পাশের ফ্ল্যাটের কমোডের ফ্লাশে এত জোরে আওয়াজ হয় যে তাঁদের ঘুমের ব্যাঘাত ঘটে। প্রতি দিন রাতে এমনটা হওয়ায় রীতিমতো বিরক্ত দম্পতি আদালতের দ্বারস্থ হন। তাঁরা দাবি করেন, পাশের ফ্ল্যাটের কমোডের ফ্লাশের আওয়াজ কমাতে হবে। এবং এই আওয়াজের কারণে এত দিন তাঁদের যে ঘুমের ব্যাঘাত ঘটেছে তারও ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনাটি ইটালির।