Advertisement
০৫ মে ২০২৪
Portion of Temple Collapses

ভেঙে পড়ল তামিলনাড়ুর বিখ্যাত শ্রীরঙ্গম মন্দিরের একাংশ, দুর্ঘটনায় এড়ানো গিয়েছে প্রাণহানি

শ্রীরঙ্গম মন্দিরে মোট ২১টি ‘গোপুরম’ বা স্তম্ভ রয়েছে। বাসিন্দাদের একাংশের বক্তব্য, দীর্ঘ দিন ধরেই তাঁরা কর্তৃপক্ষকে বলে আসছিলেন যে, মন্দিরের কাঠামোয় ফাটল ধরেছে।

ভেঙে পড়ে রয়েছে মন্দিরের একাংশ।

ভেঙে পড়ে রয়েছে মন্দিরের একাংশ। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
চেন্নাই শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৩ ১৪:৪৭
Share: Save:

ভেঙে পড়ল তামিলনাড়ুর বিখ্যাত শ্রীরঙ্গম মন্দিরের একাংশ। শুক্রবার গভীর রাতে সে রাজ্যের ত্রিচি জেলায় অবস্থিত মন্দিরটির পূর্বদিকের স্তম্ভের একটি প্রবেশদ্বার ভেঙে পড়ে। তবে গভীর রাতে দুর্ঘটনাটি ঘটায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তড়িঘড়ি ওই ভাঙা অংশ মেরামতের কাজ শুরু হয়েছে।

শ্রীরঙ্গম মন্দিরে মোট ২১টি ‘গোপুরম’ বা স্তম্ভ রয়েছে। বাসিন্দাদের একাংশের বক্তব্য, দীর্ঘ দিন ধরেই তাঁরা কর্তৃপক্ষকে বলে আসছিলেন যে, মন্দিরের কাঠামোয় ফাটল ধরেছে। কিন্তু মন্দির কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তাঁদের কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ তাঁদের।

মন্দির কর্তৃপক্ষের তরফে এক শীর্ষ আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, ভেঙে পড়া গোপুরমটির রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য ৯৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মন্দিরের অন্য কোনও অংশও বিপজ্জনক অবস্থায় আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। শনিবার সকালে মন্দির চত্বরে দেখা যায়, ইতিউতি পাথর, ইটের টুকরো পড়ে রয়েছে। যা দেখে পুণ্যার্থীদের বক্তব্য, সকালে কিংবা দিনের ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটলে বহু মানুষের প্রাণহানি ঘটতে পারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

temple Tamilnadu Tamil Nadu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE