প্রথম প্রয়াসে সফলতা মেলেনি। নতুন করে প্রচেষ্টা শুরু করার আগে এক দিনের ‘মৌন উপবাস ব্রত’ পালন করছেন প্রশান্ত কিশোর ( পি কে)। পটনায় যে দিন বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশম বার শপথ নিলেন নীতীশ কুমার, সে দিনই পশ্চিম চম্পারনের ভিতিহরওয়া গান্ধী আশ্রমে উপবাসে বসেছেন জন সুরাজ পার্টির নেতা পি কে। তাঁর সঙ্গী হয়ছেন দলের অন্য নেতারা। এই আশ্রম থেকেই ২০২২ সালের অক্টোবরে ‘বিহার বদলাও যাত্রা’ শুরু করেছিলেন প্রাক্তন ভোট-কুশলী পি কে, যে যাত্রা শেষ হয়েছে এ বার ভোটের সময়ে অক্টোবরে। জন সুরাজের রাজ্য সভাপতি মনোজ ভারতীর কথায়, ‘‘আমাদের তিন বছরের চেষ্টা সফল হয়নি। নতুন সঙ্কল্প নিয়ে আবার আমরা ময়দানে নামব, তার আগে আত্মসমীক্ষার প্রতীক এই উপবাস কর্মসূচি। বিধানসভায় আমাদের প্রতিনিধি থাকছে না কিন্তু তার মানে আমাদের তোলা প্রশ্নগুলো মিথ্যা হয়ে যাচ্ছে না। বিধানসভার বাইরে থেকেই বিরোধী দলের ভূমিকা পালন করব। পরিবর্তনের লক্ষ্যে, বিহারের মানুষের মূল সমস্যা নিয়ে লড়াই চালাব।’’ ভিতিহরওয়া আশ্রমে আজ, শনিবার উপবাস ভঙ্গ করার কথা পি কে-র।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)