ভারতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে করজোড়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এ ছবি দেখেই সরব বিরোধীরা।
হাসিনার সফরে শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এবং তাঁর সঙ্গেই দেখা গিয়েছে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে।
বিরোধীদের প্রশ্ন, শোভন দমকল এবং আবাসন মন্ত্রী। সেচমন্ত্রীও নন। যেখানে তিস্তার জলবণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা হচ্ছে, সেখানে শোভন কী করছিলেন? সারদা থেকে নারদ, বিভিন্ন কেলেঙ্কারিতে শোভনের নাম জড়িয়েছে। বিরোধীদের প্রশ্ন, তা হলে কি ওই সব অভিযোগ থেকে বাঁচতেই বিজেপি-র সঙ্গে রফার রাস্তা বার করতে চাইছে তৃণমূল?
বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর এই সব আচরণ থেকে সন্দেহ হয়, নানা রকম কেলেঙ্কারি থেকে বাঁচতে উনি আবার বিজেপি-র সঙ্গে সমঝোতার রাস্তায় যাচ্ছেন কি না।’’
বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও বক্তব্য, ‘‘কেলেঙ্কারির অভিযোগ থেকে বাঁচতে মুখ্যমন্ত্রী অনেক চেষ্টাই করছেন। মেয়রকে ওই অনুষ্ঠানে নিয়ে যাওয়াও সেই বাঁচার উদ্দেশ্যেই।’’ বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, ‘‘মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কোনও রীতি-নীতি, নিয়মের ধার ধারেন না। যখন যা মনে হয়, তা-ই করেন।’’
শোভনের অবশ্য ব্যাখ্যা, তিনি যা করেছেন, সবই সৌজন্যের খাতিরে। বিরোধীরা অহেতুক হইচই করছেন।