Advertisement
০২ মে ২০২৪
President of India

Presidential Election in India: রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই, ফল ঘোষণা একুশে, জানাল নির্বাচন কমিশন

আগামী ১৫ জুন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ২৯ জুনের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে বলে জানাল কমিশন।

রাষ্ট্রপতি নির্বাচন। ফাইল চিত্র।

রাষ্ট্রপতি নির্বাচন। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ১৫:৪৫
Share: Save:

রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। আগামী ১৮ জুলাই হবে এই নির্বাচন। ফল ঘোষণা হবে ২১ জুলাই। আগামী ১৫ জুন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ২৯ জুনের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে বলে জানাল কমিশন। নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ হবে ২৫ জুলাই।

দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই। তার আগেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া জরুরি। তাই বৃহস্পতিবার এই নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এই নির্বাচনে নাগরিকরা প্রত্যক্ষ ভাবে অংশ নেন না। তাঁদের হয়ে জনপ্রতিনিধিরা এই নির্বাচনে অংশ নেন। সাংসদ এবং বিধায়ক মিলিয়ে মোট ৪ হাজার ৮০৯ জন অংশ নেবেন এই নির্বাচনে। তাঁদের ভোটেই নির্বাচিত হবেন দেশের নতুন রাষ্ট্রপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

President of India Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE