প্রায় ১৭ বছর আগে হওয়া মুম্বই হামলার প্রসঙ্গ তুলে কংগ্রেসকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নবী মুম্বইয়ে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের সূচনা করতে মুম্বই সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে এ দিন একগুচ্ছ নতুন মেট্রোপথের উদ্বোধনও করেন তিনি। মুম্বইয়ে পা রেখেই ২৬/১১-র হামলার প্রসঙ্গ তোলেন মোদী। সেই সময়ে কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল। মোদী তাই বলেছেন, ‘‘২৬/১১-র হামলার পরে ভারত সরকার কেন জঙ্গিদের বিরুদ্ধে কোনও অভিযান চালায়নি, তার জবাব সারা দেশবাসীর কাছে কংগ্রেসের দেওয়া উচিত।’’
মুম্বইয়ে দাঁড়িয়ে পহেলগামে জঙ্গি হামলার পরবর্তী ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তুলেছেন মোদী। সেই সূত্রেই কংগ্রেসকে খোঁচা দিয়েছেন তিনি। জানিয়েছেন, ইউপিএ সরকার সেই সময়ে জঙ্গিদের বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নেয়নি বলেই সন্ত্রাসবাদের এত বাড়বাড়ন্ত ছিল সেই আমলে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘এক কংগ্রেস নেতা যিনি এক সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, মুম্বই হামলার পরে জঙ্গি দমন অভিযানের সিদ্ধান্ত থেকে পিছু হটতে হয়েছিল ভারতীয় সেনাবাহিনীকে। কংগ্রেসের উচিত এখন তার ব্যখ্যা দেওয়া। কংগ্রেসের দুর্বলতা জঙ্গিদের আরও মদত জুগিয়েছিল। দেশবাসীর জানা উচিত, ঠিক কী কারণে মুম্বই হামলার পরে জঙ্গিদের বিরুদ্ধে কোনও অভিযানে এগোয়নি ভারতীয় সেনা।’’
প্রধানমন্ত্রী আজ প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের একটি মন্তব্যকে হাতিয়ার করেছেন। চিদম্বরম জানান, মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলায় বহু মানুষের মৃত্যু পরে তিনি পাকিস্তানের মাটিতে জঙ্গিদমন অভিযানের পক্ষে ছিলেন। কিন্তু ইউপিএ সরকার তখন কূটনৈতিক বয়কটের রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নেয়।
এমনকি আমেরিকা-সহ বিশ্বের অন্য শক্তিধর দেশগুলিও তখন চায়নি যে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করুক। চিদম্বরমের সেই মন্তব্যের প্রেক্ষিতেই কংগ্রেসকে বিঁধে মোদী বলেছেন, ‘‘দেশ এবং তার নাগরিকদের সুরক্ষার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছুই নেই।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)