গোয়া সফরে গিয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা ‘বাইরে থেকে আসা রাজনৈতিক দল’ নিয়ে রাজ্যের মানুষকে সাবধান করতে দিলেন। প্রিয়ঙ্কা আজ গোয়ার মানুষকে অনুরোধ করেছেন, বাইরে থেকে আসা রাজনৈতিক দলকে ভোট দেওয়ার আগে তাঁরা যেন দেখে নেন, ওই দলগুলো যে রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানে কী কাজ করেছে।
প্রিয়ঙ্কা আজ শুধুই আম আদমি পার্টির নাম করেছেন। কিন্তু একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের দিকেও ইঙ্গিত করলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী সপ্তাহে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের সময় বেশ কিছু কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা। তৃণমূল গোয়ায় গিয়ে কেন ক্ষমতাসীন বিজেপির বদলে কংগ্রেসকে নিশানা করছে, তা নিয়ে আগেই কংগ্রেসের মুখপাত্রেরা প্রশ্ন তুলেছিলেন। বিধানসভা ভোটের আগে আজ প্রথম বার গোয়ায় গিয়ে প্রিয়ঙ্কা বলেন, ‘‘অনেক রাজনৈতিক দল বাইরে থেকে আসবে। এখন তো নতুন নতুন দল আসছে। তারা কী কাজ করেছে?’’
আম আদমি পার্টিকে নিশানা করে প্রিয়ঙ্কা বলেন, ‘‘আমি তো দিল্লিতে থাকি। আপ দিল্লি থেকে আসছে। দিল্লিতে এত দূষণ যে, শ্বাস নেওয়া যায় না। এক মাত্র কংগ্রেসই গোয়ার জন্য কাজ করবে।’’