Advertisement
E-Paper

Ayodhya: লতা মঙ্গেশকরের নামে রাস্তা হচ্ছে অযোধ্যায়, দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিলেন যোগী

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে কাসগঞ্জের একটি জনসভা থেকে যোগী বলেছিলেন যে, অযোধ্যা শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম হবে এই কিংবদন্তি সঙ্গিতশিল্পীর নামে। ভোট মিটতেই এ বার সেই কাজ শুরু করে দিলেন যোগী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১০:২১
প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের নামে অযোধ্যায় রাস্তার নামকরণের নির্দেশ যোগীর। ফাইল চিত্র।

প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের নামে অযোধ্যায় রাস্তার নামকরণের নির্দেশ যোগীর। ফাইল চিত্র।

উত্তরপ্রদেশে স্টেশন হোক বা রাস্তা, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জমানায় নাম বদল হয়েছে বহু জায়গার। এ বার অযোধ্যার একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলের সিদ্ধান্ত নিলেন খোদ যোগী। সেই রাস্তার নাম কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের নামে হবে। এ বিষয়ে ইতিমধ্যেই অযোধ্যার পুরনিগমকে নির্দেশ দিয়েছেন তিনি।

পুরনিগমকে এ বিষয়ে ১৫ দিনের মধ্যে একটি প্রস্তাব পাঠাতেও বলেছেন যোগী। কোন রাস্তার নাম লতা মঙ্গেশকরের নামে করা হবে সেটা স্থির করবে পুরনিগম। দ্রুত সেই রাস্তা চিহ্নিত করে সরকারের কাছে প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছেন যোগী।

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে কাসগঞ্জের একটি জনসভা থেকে যোগী বলেছিলেন যে, অযোধ্যা শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম হবে এই কিংবদন্তি সঙ্গিতশিল্পীর নামে। ভোট মিটতেই এ বার সেই কাজ শুরু করে দিলেন যোগী।

এর আগে গত বছরের ডিসেম্বরে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঝাঁসি রেলস্টেশনের নাম বদলে রাখা হয় বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ রেলওয়ে স্টেশন। ইলাহাবাদের নাম বদলে করা হয় প্রয়াগরাজ। মুঘলসরাই স্টেশনের নাম বদলে রাখা হয় দীনদয়াল উপাধ্যায় রেলস্টেশন।

Ayodhya Yogi Adityanath lata mangeshkar road
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy