Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ইদের মধ্যেও সংঘর্ষ চলল কাশ্মীরে

ইদের দিনেও রেহাই নেই সংঘর্ষের। কাশ্মীরের বিভিন্ন অংশে পাথর ছুড়েছে জনতা। তাদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। এর মাঝে পড়ে জখম হন দুই সাংবাদিক।

কাশ্মীরে ইদগায় পাথর ছুড়ে বিক্ষোভ। শুক্রবার পিটিআইয়ের ছবি।

কাশ্মীরে ইদগায় পাথর ছুড়ে বিক্ষোভ। শুক্রবার পিটিআইয়ের ছবি।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৮
Share: Save:

ইদের দিনেও রেহাই নেই সংঘর্ষের। কাশ্মীরের বিভিন্ন অংশে পাথর ছুড়েছে জনতা। তাদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। এর মাঝে পড়ে জখম হন দুই সাংবাদিক।

ইদের প্রার্থনার পর পরই আজ অনন্তনাগ, ইদগা, রাজৌরি এবং পুরনো শ্রীনগরের বিভিন্ন জায়গায় পাথর ছুড়তে শুরু করে জনতা। পাকিস্তান এবং আল জেহাদ নামে একটি জঙ্গি গোষ্ঠীর পতাকা নিয়ে রাস্তায় নামে কিছু যুবক। এই জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। ইদগায় তার মাঝখানে পড়ে জখম হন দুই সাংবাদিক।

উপত্যকায় মাংস বন্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যাতে ভুল খবর না ছড়ায় তার জন্য শুক্রবার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। বিচ্ছিন্নতাবাদী দুই নেতা সইদ আলি শাহ গিলানি এবং মিরওয়াইজ উমর ফারুককেও গৃহবন্দি করে রাখা হয়। তাতেও এড়ানো যায়নি সংঘর্ষ। তবে এ ছাড়া উপত্যকার বাকি অংশে শান্তিপূর্ণ ভাবেই পালিত হয়েছে ইদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protests India-administered Kashmir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE