Advertisement
E-Paper

ইদের মধ্যেও সংঘর্ষ চলল কাশ্মীরে

ইদের দিনেও রেহাই নেই সংঘর্ষের। কাশ্মীরের বিভিন্ন অংশে পাথর ছুড়েছে জনতা। তাদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। এর মাঝে পড়ে জখম হন দুই সাংবাদিক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৮
কাশ্মীরে ইদগায় পাথর ছুড়ে বিক্ষোভ। শুক্রবার পিটিআইয়ের ছবি।

কাশ্মীরে ইদগায় পাথর ছুড়ে বিক্ষোভ। শুক্রবার পিটিআইয়ের ছবি।

ইদের দিনেও রেহাই নেই সংঘর্ষের। কাশ্মীরের বিভিন্ন অংশে পাথর ছুড়েছে জনতা। তাদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। এর মাঝে পড়ে জখম হন দুই সাংবাদিক।

ইদের প্রার্থনার পর পরই আজ অনন্তনাগ, ইদগা, রাজৌরি এবং পুরনো শ্রীনগরের বিভিন্ন জায়গায় পাথর ছুড়তে শুরু করে জনতা। পাকিস্তান এবং আল জেহাদ নামে একটি জঙ্গি গোষ্ঠীর পতাকা নিয়ে রাস্তায় নামে কিছু যুবক। এই জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। ইদগায় তার মাঝখানে পড়ে জখম হন দুই সাংবাদিক।

উপত্যকায় মাংস বন্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যাতে ভুল খবর না ছড়ায় তার জন্য শুক্রবার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। বিচ্ছিন্নতাবাদী দুই নেতা সইদ আলি শাহ গিলানি এবং মিরওয়াইজ উমর ফারুককেও গৃহবন্দি করে রাখা হয়। তাতেও এড়ানো যায়নি সংঘর্ষ। তবে এ ছাড়া উপত্যকার বাকি অংশে শান্তিপূর্ণ ভাবেই পালিত হয়েছে ইদ।

Protests India-administered Kashmir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy