মধ্যপ্রদেশের খাজুরাহোর ‘সংরক্ষিত পুরাতন অংশ জাভারি মন্দিরে ভগবান বিষ্ণুর সাত ফুট উঁচু মূর্তি ‘পুনর্নির্মাণ এবং পুনর্স্থাপনের’ আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। কিন্তু মঙ্গলবার প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ সরাসরি সেই আবেদন খারিজ করে দিয়েছে।
ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্যস্থল’ মর্যাদাপ্রাপ্ত খাজুরাহো মন্দির কমপ্লেক্সে বিষ্ণুমূর্তি প্রতিষ্ঠার আবেদন জানানো জনস্বার্থ মামলাকে মঙ্গলবার শীর্ষ আদালত ‘প্রচারের স্বার্থে মামলা’ বলেছে। সেই সঙ্গে বিষ্ণুর সাত ফুট উঁচু মূর্তি ‘পুনর্নির্মাণ এবং পুনর্স্থাপনের’ আর্জি খারিজ করে দুই বিচারপতির বেঞ্চ আবেদনকারী পক্ষের উদ্দেশে বলেছে, ‘‘এ বার আপনাদের দেবতাকেই নিজের জন্য কিছু করতে বলুন।’’
আরও পড়ুন:
সুপ্রিম কোর্টে আবেদনকারী রাকেশ দালাল জানিয়েছিলেন, জাভারি মন্দিরে ভগবান বিষ্ণুর একটি প্রাচীন ভগ্নপ্রায় মন্দির রয়েছে। কিন্তু খাজুরাহো মন্দির কমপ্লেক্সটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর তরফে ‘সংরক্ষিত অঞ্চল’ হিসেবে ঘোষিত। ফলে সেখানে নতুন কোনও নির্মাণ সম্ভব নয়। নিজেকে একজন ‘বিষ্ণুভক্ত’ বলে দাবি করে রাকেশ শীর্ষ আদালতের কাছে জাভেরি মন্দিরের মন্দিরটি ‘পুনর্নির্মাণ এবং পুনর্স্থাপনের’ আর্জি জানান। সেই আর্জি খারিজ করে প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘যদি আপনি ভগবান বিষ্ণুর এক জন প্রকৃত ভক্ত হন, তা হলে আপনি প্রার্থনা এবং ধ্যান করুন।’’ খাজুরাহো চত্বর সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত এএসআই-এর এক্তিয়ারভুক্ত বলেও জানান তিনি।