Advertisement
E-Paper

সামগ্রিক বেকারত্বের হার কমলেও দেশে মহিলাদের কর্মহীনতা ক্রমশ বাড়ছে, সরকারি রিপোর্টে উদ্বেগ

প্রকাশিত সরকারি রিপোর্ট জানাচ্ছে, জুলাই মাসে দেশে বেকারত্বের হার ছিল ৫.২ শতাংশ। অগস্টে তা কমে হয়েছে ৫.১ শতাংশ। কিন্তু সমীক্ষাটি প্রকাশের পরে দুশ্চিন্তার পারদ চড়ে গিয়েছে মহিলাদের বেকারত্বের হার বৃদ্ধির তথ্য নিয়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৭
Unemployment rate falls in India, but more female youth without jobs in August

প্রতিনিধিত্বমূলক ছবি।

গত মাসে ভারতে সামগ্রিক ভাবে বেকারত্বের হার সামান্য কমেছে। কিন্তু দেশে কাজের বাজারে মহিলা বিশেষত তরুণীদের অংশগ্রহণের সুযোগ আরও সীমাবদ্ধ হয়েছে। বেড়েছে কাজ হারানোর হার। দেশে কাজের বাজার সম্পর্কে কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ (পিএলএফএস)-র সাম্প্রতিক রিপোর্টে এ কথা জানানো হয়েছে।

সোমবার প্রকাশিত ওই রিপোর্ট জানাচ্ছে, জুলাই মাসে দেশে বেকারত্বের হার ছিল ৫.২ শতাংশ। অগস্টে তা কমে হয়েছে ৫.১ শতাংশ। গত পাঁচ মাসের মধ্যে এই হার সর্বনিম্ন। কিন্তু সমীক্ষাটি প্রকাশের পরে দুশ্চিন্তার পারদ চড়েছে মহিলাদের বেকারত্বের হার বৃদ্ধির তথ্য নিয়ে। রিপোর্ট দেখা বোঝা যাচ্ছে, গত চার মাস ধরে ভারতে মহিলাদের বেকারত্ব ধারাবাহিক ভাবে বেড়ে চলেছে। শহর এবং গ্রামাঞ্চল, দু’ক্ষেত্রেই এই প্রবণতা অব্যাহত। অগস্ট মাসে শহরাঞ্চলের ১৫-২৯ বছর বয়সী মহিলাদের বেকারত্বের হার বেড়ে ২৫.৭ শতাংশে দাঁড়িয়েছে, যা শহুরে তরুণ পুরুষদের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।

অগস্টের পরিসংখ্যান অনুযায়ী ১৫-২৯ বছর বয়সি শহুরে পুরুষদের বেকারত্বের হার ১৫.৬ শতাংশ। জুলাই মাসে তা ছিল ১৭.১ শতাংশ। গত মাসে শহরের তরুণ-তরুণীদের বেকারত্বের হার ছিল প্রায় ১৯ শতাংশ। অগস্টে তা কমে ১৮ শতাংশের কাছে চলে এসেছে। গ্রামীণ ভারতের কাজের বাজারেও ১৫-২৯ বছর বয়সি পুরুষ এবং মহিলাদের মধ্যে বৈষম্য প্রকট। জুলাই মাসে উভয়ের বেকারত্বের হারই ১৩ শতাংশ ছিল। অগস্টে তরুণদের বেকারত্বের হার কমে ১২.৬ শতাংশ হলেও মহিলাদের ক্ষেত্রে বেকারত্বের হার বেড়ে হয়েছে ১৪.৩ শতাংশ। ফলে সামগ্রিক বেকারত্বের হার মোটের উপর ১৩ শতাংশই রয়েছে।

Unemployment Rate India Unemployment Unemployment Problem Job loss Labour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy