Advertisement
E-Paper

দিল্লি থেকে পুণেগামী এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা! ১০০ যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ, বিমানের ফিরতি যাত্রা বাতিল

শুক্রবার ভোর ৫টা ৩১ মিনিটে দিল্লি থেকে পুণের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এআই ২৪৬৯ বিমানটি। সকাল ৭টা ১৪ মিনিটে পুণে বিমানবন্দরে অবতরণ করে সেটি। বিমানে একশো জনেরও বেশি যাত্রী ছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৪:৪৫
Pune bound Air India flight suffers bird hit, landed safely with over 100 passengers

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দিল্লি থেকে পুণেগামী এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা। যদিও বিমানটিকে নিরাপদেই অবতরণ করিয়েছেন পাইলট। পুণে থেকে আবার দিল্লি যাওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু এই ঘটনার জেরে বিমানের ফিরতি যাত্রা (রিটার্ন জার্নি) বাতিল করা হয়েছে বলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে।

শুক্রবার ভোর ৫টা ৩১ মিনিটে দিল্লি থেকে পুণের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এআই ২৪৬৯ বিমানটি। সকাল ৭টা ১৪ মিনিটে পুণে বিমানবন্দরে অবতরণ করে সেটি। বিমানে একশো জনেরও বেশি যাত্রী ছিলেন। পুণেতে অবতরণের পরই বিমান সংস্থার সূত্রে জানানো হয়, এআই ২৪৬৯ বিমানটির পরবর্তী সফর বাতিল করা হচ্ছে।

বিমান সংস্থা সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, বিমানে পাখির ধাক্কা লেগেছিল। তাই নিরাপত্তার স্বার্থে বিমানটির পরবর্তী যাত্রা বাতিল করা হল। বিমানটি ভাল করে পরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে। আর সে কারণেই এই সিদ্ধান্ত। বিমানটির ফিরতি যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের যাতে কোনও রকম অসুবিধার মধ্যে পড়তে না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে। তারা জানিয়েছে, বাতিলের কারণে যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

ঘটনাচক্রে, শুক্রবারই এয়ার ইন্ডিয়া বেশ কয়েকটি অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান বাতিলের কথা ঘোষণা করেছে। কেন ওই বিমান বাতিল করা হচ্ছে, তার কারণও ব্যাখ্যা করেছে বিমান সংস্থাটি। এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কারণে দুবাই থেকে চেন্নাইগামী এআই ৯০৬, দিল্লি থেকে মেলবোর্নগামী এআই৩০৮, মেলবোর্ন থেকে দিল্লিগামী এআই৩০৯, দুবাই থেকে হায়দরাবাদগামী এআই২২০৪ উড়ান বাতিল থাকছে। শুধু তা-ই নয়, বাতিল করা হয়েছে পুণে থেকে দিল্লিগামী এআই৮৭৪, অহমদাবাদ থেকে দিল্লিগামী এআই৪৫৬, হয়দরাবাদ থেকে মুম্বইগামী এআই২৮৭২ এবং চেন্নাই থেকে মুম্বইগামী এআই৫৭১ উড়ানগুলি। রক্ষণাবেক্ষণ ছাড়াও খারাপ আবহাওয়া এবং আকাশসীমা বন্ধ থাকার কারণেও উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।

Air India Flight
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy