Advertisement
E-Paper

আল-কায়দা যোগ, গোপনে পাক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতা! পুণেয় গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী

ধৃত যুবকের নাম জ়ুবায়ের হাঙ্গারগেকর। পেশায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার ওই যুবক গত মাস থেকেই এটিএস-এর নজরে ছিলেন। তদন্তকারী এক কর্তা জানিয়েছেন, জ়ুবায়েরের বিরুদ্ধে আল-কায়দার মতো পাকিস্তানের বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১২:০১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গোপনে পাকিস্তানি নিষিদ্ধ গোষ্ঠী আল-কায়দার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার করা হল তথ্যপ্রযুক্তি কর্মীকে। সোমবার মহারাষ্ট্রের পুণেয় ঘটনাটি ঘটেছে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)-এর হাতে ধরা পড়েছেন ওই যুবক।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ধৃত যুবকের নাম জ়ুবায়ের হাঙ্গারগেকর। পেশায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার ওই যুবক গত মাস থেকেই এটিএস-এর নজরে ছিলেন। তদন্তকারী এক কর্তা জানিয়েছেন, জ়ুবায়েরের বিরুদ্ধে আল-কায়দার মতো পাকিস্তানের বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি, ভারতীয় তরুণদের মৌলবাদী আদর্শের পাঠ দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়াও নানা দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন জ়ুবায়ের। মহারাষ্ট্রের একাধিক শহরে জঙ্গি হামলার পরিকল্পনাও করছিলেন বলে অভিযোগ। ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক বেআইনি জিনিসপত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

বেশ কিছু দিন ধরেই জ়ুবায়েরের গতিবিধির উপর নজর রাখছিল এটিএস। গত মাসে তদন্তকারীদের সন্দেহ আরও দৃঢ় হয়। শেষমেশ সোমবার পুণের কোন্ধওয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সন্ত্রাসদমন শাখা। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইএপিএ-র সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। সোমবারই ধৃতকে আদালতে হাজির করানো হয়। জ়ুবায়েরের আগামী ৪ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ ইউএপিএ আদালত।

প্রসঙ্গত, পাক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সোমবারই পুণে স্টেশনে চেন্নাই এক্সপ্রেস থেকে চার সন্দেহভাজনকে আটক করেছে পুণে পুলিশ। তারও আগে গত ৯ অক্টোবর, পুণের একাধিক স্থানে অভিযান চালিয়ে নানা বৈদ্যুতিন ডিভাইস এবং নথিপত্র উদ্ধার করেছে এটিএস। তদন্তকারীদের অনুমান, ওই এলাকায় একটি বৃহত্তর জঙ্গি নেটওয়ার্ক গড়ে উঠছে। সেই আবহেই এ বার ধরা পড়লেন আরও এক জন।

al-qaeda Pune Techie ATS Anti Terrorism Squad Maharashtra Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy