খাবার পৌঁছে দিতে গিয়ে ঘরে ঢুকে ব্রাজ়িলের মডেলকে যৌন হেনস্থার অভিযোগ উঠল কর্নাটকে। তদন্তে নেমে ইতিমধ্যেই এক ডেলিভারি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আরটি নগর এলাকায়।
সংবাদমাধ্যম এনডিটিভি-র একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ১৭ অক্টোবর। এক ব্রাজ়িলিয়ান তরুণী অনলাইনে খাবার অর্ডার করেছিলেন। সেই মতো বিকেলের দিকে আরটি নগরে তরুণীর বাড়়িতে খাবার পৌঁছে দিতে যান এক যুবক। অভিযোগ, সে সময় ওই ডেলিভারি কর্মী বাড়িতে ঢুকে তরুণীকে যৌন হেনস্থা করেন। ঘটনার আকস্মিকতায় প্রথমে কাউকে কিছু বলতে পারেননি তরুণী। পরে নিজের রুমমেটদের গোটা ঘটনা জানান তিনি। তাঁরাই তরুণীকে পুলিশে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ২১ বছর বয়সি ‘নির্যাতিতা’ পেশায় মডেল। আরটি নগরের আবাসনে আরও দুই মহিলার সঙ্গে থাকেন তিনি। অন্য দিকে, অভিযুক্ত যুবক বেঙ্গালুরুর একটি বেসরকারি কলেজ থেকে ডিপ্লোমা করছেন। পড়াশোনার পাশাপাশি একটি অনলাইন খাবার ডেলিভারি সংস্থায় কাজও করতেন তিনি।
বেঙ্গালুরু (উত্তর) পুলিশের ডেপুটি কমিশনার বাবাসাব নেমাগৌড় জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ২৪ ঘণ্টার মধ্যে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।