Advertisement
০৭ মে ২০২৪
Live-In Relationship

বিরূপ প্রভাব পড়বে সমাজে, লিভ-ইন যুগলের সুরক্ষার আর্জি খারিজ হাইকোর্টের

মেয়েটির বাবা এবং আত্মীয়েরা ক্রমাগত খুনের হুমকি দেওয়ায় হরিয়ানার জিন্দের বাসিন্দা প্রাপ্তবয়স্ক ওই যুগল নিরাপত্তার আর্জি জানিয়েছিলেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
চণ্ডীগড় শেষ আপডেট: ১৪ মে ২০২১ ২২:৪৩
Share: Save:

লিভ-ইন সম্পর্কে থাকা যুগলের নিরাপত্তার আবেদন খারিজ করল পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। আদালতের যুক্তি, এমন কোনও পদক্ষেপ করলে সামাজিক কাঠামোয় আঘাত আসতে পারে।

মেয়েটির বাবা এবং আত্মীয়েরা ক্রমাগত তাঁদের খুনের হুমকি দিচ্ছেন বলে হরিয়ানার জিন্দের বাসিন্দা প্রাপ্তবয়স্ক ওই যুগল আদালতে অভিযোগ জানিয়েছিলেন। মেয়েটি তাঁর এবং সঙ্গীর জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার আর্জি জানিয়েছিলেন হাইকোর্টের কাছে। কিন্তু বুধবার সেই আবেদন খারিজ করে দেন বুধবার বিচারপতি অনিল ক্ষেত্রপাল। তিনি জানান, বিচারবিভাগের তরফে এমন কোনও পদক্ষেপ করা হলে দেশের সামাজিক কাঠামোর উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ার আশঙ্কা রয়েছে।

আদালত সূত্রের খবর, আবেদনকারী তরুণীর বয়স ১৮। তাঁর সঙ্গীর ২১। পরিবারের অমতেই তাঁরা বিয়ে না করে একত্রে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তরুণীর পরিবার-পরিজনেদের থেকে ক্রমাগত খুনের হুমকি আসতে থাকায় তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি ক্ষেত্রপালের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রসঙ্গে সামনে এসেছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টেরই বিচারপতি অলকা সারিনের গত ২৩ ডিসেম্বরের ঐতিহাসিক রায়ের প্রসঙ্গ। বিচারপতি সারিন যে রায়ে বলেছিলেন, সাবালক অথচ বিয়ের বয়ঃপ্রাপ্ত নন, এমন কোনও যুবক যদি তাঁর সাবালিকা বান্ধবীর সঙ্গে বিয়ে না করে একত্রে থাকেন, তাতে বাধা দেওয়ার কিছু নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE